শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ২৮ আগস্ট, ২০১৮, ০৮:১১ সকাল
আপডেট : ২৮ আগস্ট, ২০১৮, ০৮:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে : ওবায়দুল কাদের

ডেস্ক রিপোর্ট : সড়কে শৃঙ্খলা ফিরে আসা না পর্যন্ত ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, নতুন আটজন ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়ে ঢাকায় বিআরটিএতে তিনজনের স্থলে ১১ জন করা হয়েছে। এখন থেকে প্রতিদিন ১১টি মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। দেশের সব সড়ক-মহাসড়কে ইজিবাইক, লেগুনা, নসিমন, করিমন, অটোরিকশাসহ সব ছোট যানবাহন চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। সরকারের এ সিদ্ধান্ত বাস্তবায়নে কাজ করবে রোড ট্রান্সপোর্ট কমিটি (আরটিসি)। যেসব জেলায় আরটিসি নেই, সেসব জেলায় অতিসত্বর আরটিসি গঠন ও নিয়মিত সভা করে এ সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে। এ জন্য ডিসিদের নির্দেশ দেয়া হয়েছে।

সোমবার সচিবালয়ে সড়ক পরিবহন উপদেষ্টা পরিষদের সভা শেষে মন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান। ঢাকা মহানগরীতে সড়ক ও পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে মরহুম মেয়র আনিসুল হকের স্বপ্ন বাস্তবায়নে ঢাকা দণি সিটির মেয়র সাঈদ খোকনকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়। এ ছাড়াও সড়কে শৃঙ্খলা ফেরানোর জন্য সভায় অন্তত এক কুড়ি সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ সময় নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, ঢাকা দণি সিটির মেয়র সাঈদ খোকনসহ বিভিন্ন সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলে তার সমাধিসৌধে ওবায়দুল কাদেরের নেতৃত্বে আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, আমাদের জাতীয় কবি অসাম্প্রদায়িক ও মানবতাবাদী চেতনায় সমৃদ্ধ ছিলেন। বাংলাদেশে সাম্প্রদায়িকতার বিষবৃক্ষ এখনো ডালপালা বিস্তার করে আছে। এই সাম্প্রদায়িকতার বিষবৃক্ষকে আমরা উৎপাটিত করব এটিই আজকে জাতীয় কবির মৃত্যু দিবসে আমাদের অঙ্গীকার। সূত্র : নয়া দিগন্ত

  • সর্বশেষ
  • জনপ্রিয়