শিরোনাম
◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন

প্রকাশিত : ২৮ আগস্ট, ২০১৮, ০৩:৫১ রাত
আপডেট : ২৮ আগস্ট, ২০১৮, ০৩:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পীরগঞ্জে ৮৩২৩ জন বেকার এখন সাবলম্বী

জাকির হোসেন, পীরগঞ্জ (ঠাকুরগাঁও): দরিদ্র ও অতিদরিদ্র পরিবারগুলোর জীবন জীবিকার পরিবর্তন এনেছে একটি বাড়ি একটি খামার প্রকল্প। একটি বাড়ি একটি খামার প্রকল্পে ঠাকরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ৮৩২৩ জন হতদরিদ্র মানুষ হাঁস মুরগীসহ গবাদিপশু পালন করে দারিদ্রকে জয় করেছে। তারা এখন স্বাবলম্বী। তাদের আর্থ সামাজিক অবস্থার পরিবর্তন ঘটেছে।

এ প্রকল্পের আওতায় তারা গবাদিপশু গরু,ছাগল, হাঁস মুরগী পালনের পাশাপাশি বাড়ির আঙ্গিনায় সবজি, ফল চাষ ও গাভী পালন করে আয় বৃদ্ধি করেছেন। উপজেলার সকল ইউনিয়নের অনেক জমি সারা বছর অনাবাদী থাকে। বছরের পর বছর জমি অনাবাদী থাকায় পশ্চাদপদ গ্রামবাসী দরিদ্রতার মধ্যে বসবাস করতো। তাদের দারিদ্র বিমোচনে প্রধানমন্ত্রীর একটি বাড়ি একটি খামার প্রকল্পের আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নে মোট ১৬১টি গ্রাম উন্নয়ন সমিতি গঠন করা হয়। প্রত্যেক সমিতির সদস্য সংখ্যা ৬০ জন। এর মধ্যে নারী ৪০ জন ও পুরুষ ২০ জন। প্রত্যেক সদস্য মাসে ২শ টাকা করে সঞ্চয় করে। সরকার উৎসাহ বোনাস হিসেবে প্রত্যেক সদস্যকে ২শ’ টাকা করে প্রদান করে।

পীরগঞ্জের ১৬১টি সমিতিতে সদস্য সঞ্চয়, উৎসাহ বোনাস ও ঘূর্ণয়মান ঋণ তহবিল মিলে মোট তহবিল দাড়ায় ৪ কোটি ২৯ লাখ ৩১ হাজার টাকা। এ টাকা থেকে উঠান বৈঠকের মাধ্যমে সদ্যদের চাহিদা মোতাবেক ঋণ প্রদান করা হয়। ঋণের টাকা গবাদি পশু কিনে গ্রামের মানুষ লালন পালন করে উপজেলার ১০টি ইউনিয়নের ৮৩২৩ জন বেকার এখন সাবলম্বী।

সুফলভোগী খনগাঁও গ্রামের খামারী সবুজ ,উজ্জল কোঠা গ্রাম উন্নয়ন সমিতির সনজিৎ রায় ও চাঁদপুর গ্রামের জিল্লুর রহমান বলেন, আমাদের এলাকার জমি সারা বছর অনাবাদী থাকে। একটি বাড়ি একটি খামার প্রকল্প আমাদের পাশে এসে দাড়িয়ে ঋণ দিয়েছে। ঋণের টাকায় হাঁস কিনে বিলের ছেড়ে দিয়েছি। বিল থেকে খাবার খেয়ে হাঁসি ডিম দিচ্ছে। এই ডিম বিক্রি করেই আমাদের সংসারে স্বাচ্ছন্দ ফিরেছে। হাঁসের পাশাপাশি এখন উঠানে সবজি, ফলের চাষ ও গাভী পালন করে অতিরিক্ত আয় করছি। এখন আর দরিদ্রতা নেই।

একটি বাড়ি একটি খামার পীরগঞ্জ উপজেলা সমন্বয়ক জাহাঈীর আলম বলেন, প্রতিটি পরিবার ১শ’ থেকে ২ হাজার হাঁস মুরগী পালন করেছে। অগ্রাহায়ন মাস থেকে বৈশাখ মাস পর্যন্ত হাঁস প্রচুর ডিম দেয়ে। প্রতি বছরই আমাদের সঞ্চয় বাড়ছে। ৮নং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কার্তিক রায় বেেল, প্রধানমন্ত্রীর একটি বাড়ি একটি খামার প্রকল্প আমার ইউনিয়নের গরিব পরিবারের ভাগ্য পরিবর্তন করে দিয়েছে আমরা এ ধারা অব্যাহত রাখব।

পীরগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ অমল কুমার দাস বলেন, হাঁস মুরগী পালনে এখানে কোন খরচ নেই তারপরও তাদেরকে ৩ দিন মেয়াদি ট্রেনিং দেয়া হয়েছে। হাঁস বিল থেকে খাবার খেয়ে ডিম দেয়। এ এলাকার মানুষ এ পদ্ধতিতে গবাদিপশু যেমন হাঁস মুরগি,গরু,ছাগল,মাছ চাষ করে সাবলম্বী হচ্ছেন।

পীরগঞ্জ উপজেলা ইউএনও এ ডব্লিউ রায়হান শাহ্ জানান, পীরগঞ্জ হাঁস মুরগী সহ গবাদী পশু মৎস নার্সারী শাক সবজি বাগান চাষে দারিদ্র বিমোচন সারাদেশের বিল বেষ্টিত এলাকায় ছড়িয়ে দিতে পারলে দারিদ্র বিমোচন করা সম্ভব তা বাস্তবে পরিনত করেছে পীরগঞ্জের একটি বাড়ি একটি খামার প্রকল্প।

ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোঃ আখতারুজ্জামান বলেন, প্রধানমন্ত্রীর একটি বাড়ি একটি খামার প্রকল্পের আওতায় পীরগঞ্জ হাঁস মুরগী সহ গবাদীপশু পালনে সাফল্য এসেছে। উন্নয়নের মূল স্রোতে এ জনগোষ্ঠিকে সামিল করা সম্ভব হয়েছে। বাকি যেসব এলাকায় এখনো সমিতি গঠন হয়নি শ্রীর্ঘই সমিতি গঠন করে সেবা প্রদান করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়