শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ২৮ আগস্ট, ২০১৮, ০৩:৩৬ রাত
আপডেট : ২৮ আগস্ট, ২০১৮, ০৩:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাহপরীরদ্বীপে সন্ত্রাসীদের হামলায় এক যুবক মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে

ফরহাদ আমিন, টেকনাফ(কক্সবাজার) : কক্সবাজারের টেকনাফের শাহপরীরদ্বীপ মাঝের পাড়া এলাকায় আব্দুল আজিজ (২৮) নামের এক যুবক সন্ত্রাসীদের দা এর কুপে গুরুতর আহত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। শুক্রবার রাতে সাবরায় ইউনিয়নের শাহপরীরদ্বীপ মাঝের পাড়া এলাকায় সন্ত্রাসীদের বসত বাড়ির সামনে রাস্তার উপর এ ঘটনা ঘটে। আহত আজিজ কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আহতের পিতা আব্দুল মালেক জানান, শাহপরীরদ্বীপ মাঝের পাড়া এলাকার নুর মোহাম্মদের ছেলে ইয়াহিয়া (২০), একই এলাকার কালু মিয়ার ছেলে ইয়াছিন (২২), সহোদর আয়াছ(২০), নুর মোহাম্মদের ছেলে ইউছুফ (২৬),সহোদর ইব্রাহীম(২৭), মৃত আব্দুস শুক্কুরের ছেলে নুর মোহাম্মদ (৫৮) সহ আরো ৫/৬ জনের একটি সন্ত্রাসীর দল কোন কিছু বুঝার আগেই ছোট ছেলেদের তুচ্ছ ঘটনার বিষয়ে মাঝের পাড়া এলাকার নুর মোহাম্মদেও বসত-বাড়ির পৌছঁলে পূর্ব পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে শাহপরীরদ্বীপ মাঝের পাড়া এলাকার আব্দুল মালেকের ছেলে আব্দুল আজিজ (২৭) কে লম্বা দা, কিরিচ ও লোহার রড দিয়ে মাথায় কোপ দিলে মাটিতে লুটিয়ে পড়ে ও ভাই আব্দুর রশিদকে বেধড়ক মারধর করে রক্তাক্ত জখম করে।

হামলাকারীরা তাদের কাছ থেকে নগদ টাকা, দু”টি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। এ ঘটনার খবর পেয়ে আতœীয়-স্বজন ও আশপাশের লোকজন এগিয়ে এসে দ্রুত আহতের উদ্ধার করে টেকনাফ স্থাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহত আজিজকে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেন।

তিনি আরও জানান,আহত ছেলে আব্দুল আজিজকে নিয়ে কক্সবাজার সদর হাসপাতালে ডাক্তারদের পরামর্শক্রমে চিকিৎসাধীন রয়েছি। সে জন্য এজাহার দায়ে করতে বিলম্ব হচ্ছে।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রনজিত কুমার বড়–য়া জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পায়নি তবে অভিযোগ পেলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়