শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ২৮ আগস্ট, ২০১৮, ০২:৫৯ রাত
আপডেট : ২৮ আগস্ট, ২০১৮, ০২:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পরিবেশ ধবংস করে উন্নয়ন নয়

সাব্বির আহমেদ : রামপাল কয়লা-বিদ্যুত প্রকল্পের পুরোটা জুড়ে এক ধরনের দুরভিসন্ধি আছে। সরকার কোনো কিছুই তোয়াক্কা না করে সুন্দরবনের পাশে রামপালে বিদ্যুৎ প্রকল্প করতে যাচ্ছে। যা হলে আশপাশের পরিবেশ মারাত্মক হুমকির সম্মুখীন হবে। পরিবেশ ধবংস করে এমন উন্নয়ন শুভ কিছু বয়ে আনবে না।

সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সুন্দরবনের পাশে ক্ষতিকর তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপন বন্ধের দাবিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তারা এসব কথা বলেন।

জাতিসংঘের বিশেষজ্ঞদের মতামতের কথা উল্লেখ করে সুন্দরবন জাতীয় রক্ষা কমিটির আহবায়ক এডভোকেট সুলতানা কামাল বলেন, এখন শুধু আমরা নই জাতিসংঘ বলছে বাঘের আবাসভূমি সুন্দরবন এখন বেপরোয়া শিল্পায়নে হুমকির মুখোমুখি। জাতিসংঘ এক বিবৃতিতে বলেছে, সুন্দরবনের ওপর শিল্পায়নের হুমকি, সারাবিশ্বের পরিবেশের প্রতি হুমকির প্রতীকীরূপ। সত্যিকার টেকসই উন্নয়ন অর্জনে পরিবেশ সংরক্ষণ জরুরি বিষয়।

সুন্দরবন বিশ্বের বৃহত্তম জলীয় শ্বাসমূল উল্লেখ করে জাতিসংঘের বিশেষজ্ঞ জন নক্স বনের মধ্যে শিল্পায়ন বন্ধের আহবান জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, আমরা কখনোই উন্নয়নের পরিপন্থী নই। পরিবেশ উন্নয়নের বাইরে নয়। সরকার উন্নয়নের নামে কিছু শিল্প মালিকদের হাতে জিম্মি হয়ে পড়েছে। বর্তমানে দেশে নারী-নদী-বনভূমি চরমভাবে আক্রান্ত। সুন্দরবন এর অন্যতম। সরকার জনগণের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে প্রকল্পটি করতে যাচ্ছে।

বক্তরা অভিযোগ করেন, রামপাল বিদ্যুৎকেন্দ্র প্রকল্প নিয়ে ১৩ টি গবেষণাপত্রের এখনও জবাব দেননি কতৃপক্ষ। এর মধ্যেই অস্পষ্টতা বুঝা যায়।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এবং সুন্দরবন জাতীয় রক্ষা কমিটি যৌথ উদ্যোগে ওই সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, বাপার সহ-সভাপতি কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, বাপার সাধারণ সম্পাদক ও সুন্দরবন জাতীয় রক্ষা কমিটির সদস্য সচিব আব্দুল মতিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ব বিভাগের অধ্যাপক বদরুল ইমাম ও বাপার যুগ্ম সম্পাদক শরীফ জামাল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়