শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৮ আগস্ট, ২০১৮, ০৪:০৯ সকাল
আপডেট : ২৮ আগস্ট, ২০১৮, ০৪:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘উচাটন মন ঘরে রয় না’

নওশাদুল হক : জীবনকাল ৭৭ বছর। এইটুকু সময়ের মধ্যে তিনি কাকে কি দিয়েছেন তার সঠিক হিসাব কারো কাছেই নেই নিশ্চই! কারণ বহুমুখী প্রতিভার অধিকারি ছিলেন তিনি। তিনি ছিলেন একাধারে কবি, সাহিত্যিক, সঙ্গীতজ্ঞ, শিল্পী, রাজনীতিবিদ, সাংবাদিক, গল্পকার, প্রাবন্ধিক, ঔপন্যাসিক। সর্বোপরি তিনি ছিলেন একজন জাতীয় বীর। তাইতো তাকে আমরা বিদ্রোহী কবি হিসাবে চিনি। তিনি আর কেউ নন। তিনি বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। আপোসহীন এই কবি এদেশের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করছিলেন শুধু কলমে নয়, স্বশরীরেও। ফলশ্রুতিতে কারাগারের অভ্যন্তরে কিংবা মুক্ত অবস্থায় বাংলার সাহিত্য ও শিল্পের ভূবনে ছড়িয়েছেন বিদ্রোহের অনল। আবার কম ছিলেন নারোমান্টিকতার জগতেও।

সাম্যের কবি হিসেবে পরিচিত কবি নজরুল একদিকে শ্যামা সঙ্গীত অন্যদিকে গজল, নাত ও ইসলামী গান রচনা করে প্রতিষ্ঠিত হয়েছিলেন অসাম্প্রদায়িকতার মূর্ত প্রতীক রূপে। ‘সখি সে হরি কেমন বল’ ও ‘মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই’ সহ প্রায় চার হাজারের কাছাকাছি গান রচনা ও সুর করে অসাধারণ এক প্রতিভার স্বাক্ষর রাখেন তিনি।

মাত্র দশ বছর বয়সেই দারিদ্রের করালগ্রাসে নিমজ্জিত হন কবি। তারপরও তিনি থেমে থাকেননি। এহেন অবস্থায়ও রোমান্টিকতার কমতি ছিলনা এতটুকুও। প্রেম ভালবাসার দিগন্তে বসে তিনি রচনা করছেন ‘শাওন রাতে যদি স্মরনে আসে মোরে’, ‘মোর প্রিয়া হবে এসো রাণী দেব খোঁপায় তারার ফুল’, ‘তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, একি মোর অপরাধর’ এমন জগৎশ্রেষ্ঠ রোমান্টিক গানগুলো।

অপরদিকে আমার মত উড়নচ-ীদের জন্যও সৃষ্টি করেছেন কিছু গান। মনে পড়ছে আমার সবচেয়ে প্রিয় গানটি। ৪৩তম প্রয়াণ দিবসে অর্থাৎ কবির পৃথিবী ত্যাগের ৪৩ বছর পরে এসে স্বার্থপরের মতো কেন জানি বলতে ইচ্ছে করছে, প্রিয় কবি এ গানটি শুধু আমার জন্যই সৃষ্টি করেছিলেন। আজ কবির প্রয়াণ দিবসে তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আর তার সাথে সুর মিলিয়ে গেয়ে যাচ্ছি...

 

উচাটন মন ঘরে রয় না

প্রিয়া মোর

ডাকে পথে বাঁকা তব নয়না

উচাটন মন ঘরে রয় না

ত্যাজিয়া লোক-লাজ সুখ-সাজ গৃহ-কাজ

নিজ গৃহে বনবাস সয় না

উচাটন মন ঘরে রয় না

লইয়া স্মৃতির লেখা

কত আর কাঁদি একা

ফুল গেলে কাঁটা কেন যায় না

উচাটন মন ঘরে রয় না

প্রিয়া মোর

 

লেখক: সভাপতি,ঢাবি এলামনাই ফোরাম

  • সর্বশেষ
  • জনপ্রিয়