শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ২৮ আগস্ট, ২০১৮, ০২:৫২ রাত
আপডেট : ২৮ আগস্ট, ২০১৮, ০২:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এশিয়া কাপে বাংলাদেশ চ্যাম্পিয়ন হতে চায়

স্পাের্টস ডেস্ক : গত তিন আসরের দুটিতে একটুর জন্য পাওয়া যায়নি শিরোপার স্বাদ। এবার আর শেষ পদক্ষেপে থমকে যেতে চায় না দল। এশিয়া কাপে বাংলাদেশের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। প্রস্তুতির প্রথম দিনে সতীর্থদের সেই বিশ্বাস নিয়েই ছুটতে বলেছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

ফিটনেস টেস্ট দিয়ে সোমবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম শুরু হয়েছে বাংলাদেশ দলের এশিয়া কাপের প্রস্তুতি পর্ব। আগামী ১৫ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের লড়াই দিয়ে শুরু হবে এবারের এশিয়া কাপ। গ্রুপ পর্বে বাংলাদেশের অপর প্রতিপক্ষ আফগানিস্তান।

প্রথম দিনের প্রস্তুতি ছিল দুই সেশনের। সকালে ফিটনেস টেস্ট ও স্ক্রিনিংয়ের পর দুপুর ফিল্ডিং অনুশীলন। মাঝের বিরতির সময়টায় ছিল টিম মিটিং। সেখানেই দলকে শিরোপার মন্ত্রে উজ্জীবিত করেছেন অধিনায়ক।

সভার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দলের লক্ষ্যের কথা জানালেন আবু জায়েদ চৌধুরী। লক্ষ্য পূরণে এই পেসারকে আশাবাদী করছে মাশরাফির নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজে সফরে ওয়ানডে সিরিজ জয়ের অভিজ্ঞতা।

“পরিকল্পনা যদি জানতে চান, তাহলে আমরা বলব চ্যাম্পিয়ন হতে চাই। একটু আগে ড্রেসিং রুমে মিটিং হয়েছে আমাদের। মাশরাফি ভাই বলেছেন, বিশ্বাস রাখতে হবে যেন আমরা চ্যাম্পিয়ন হতে পারি। শুধুই অংশ নিতে যাচ্ছি না আমরা।”
“মাশরাফি ভাইয়ের সঙ্গে গত সিরিজই ছিল আমার প্রথম সফর। গায়ানায় যখন তাকে দেখেছি, অনেক আত্মবিশ্বাসী মনে হয়েছে। উনি আমাদের বিশ্বাস দিয়েছিলেন যে, ‘যদি তোরা বিশ্বাস রাখিস, তাহলে অবশ্যই পারবি।’ বিশ্বাস করেছিলাম বলেই আমরা পেরেছি।”

এশিয়া কাপ খেলতে বাংলাদেশ দল দেশ ছাড়বে আগামী ৯ সেপ্টেম্বর। -বিডিনিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়