শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২৮ আগস্ট, ২০১৮, ০২:২৩ রাত
আপডেট : ২৮ আগস্ট, ২০১৮, ০২:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অবশেষে ভারতীয় হেলিকপ্টার রাখতে রাজী মালদ্বীপ

নূর মাজিদ : কয়েক মাস ব্যাপী দীর্ঘ আলোচনার পর মালদ্বীপ ভারতের উফার দেয়া দুটি সামরিক হেলিকপ্টার তাদের দেশে রাখতে সম্মত হয়েছে। ভারতীয় বার্তা সংস্থা পিটিআই বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করা হয়। পিটিআই জানায়, এই দুটি সামরিক হেলিকপ্টার উপহার দেবার সময় কপ্টার দুটি রক্ষণাবেক্ষণ এবং পরিচালনার জন্য ৪৮ সদস্যের একটি ভারতীয় টিম মালদ্বীপে অবস্থান করবে, ইতোপূর্বে মালদ্বীপের সঙ্গে এমন চুক্তিই হয়েছিলো। তবে পরবর্তীতে জরুরী অবস্থা পরবর্তী সময়ে দেশটির প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিন এই কপ্টার দুটি এবং তাদের ক্রুদের মালদ্বীপে অবস্থানের বিরোধিতা করেন। ফলে, মালদ্বীপ হেলিকপ্টার দুটি রাখতে অস্বীকৃতি জানায়। এরপরেই, ভারত মালদ্বীপের সঙ্গে এক দীর্ঘ আলোচনার প্রক্রিয়া শুরু করে। সম্প্রতি এই আলোচনা সফল হলে মালদ্বীপ কপ্টারদুটি তাদের রক্ষণাবেক্ষণের ক্রুসহ রাখতে সম্মত হয়।

উল্লেখ্য, ২০১৩ সালে দুটি ধ্রুব হেলিকপ্টার লিজ হিসেবে উপহার দেয় ভারত। তবে চলতি বছরেই এই লিজের মেয়াদ পূর্ণ হয়ে যায়। পরবর্তীতে লিজের মেয়াদ আর বৃদ্ধি করতে অসম্মতি জানায় মালদ্বীপ সরকার। বিশেষ করে, মালদ্বীপের জরুরী অবস্থা চলাকালীন সময়ে দেশটির সঙ্গে ভারতের সম্পর্কের গুরুতর অবনতি হয়। সেসময় মালদ্বীপ সরকার ভারতপন্থি বিরোধী দলগুলোকে কঠোর হস্তে দমন করে।

সেসময় এই বিষয়ে ভারতে নিযুক্ত মালদ্বীপের রাষ্ট্রদূত আহমেদ মোহাম্মদ বার্তা সংস্থা রয়টার্সকে জানান, এই দুটি হেলিকপ্টার শুধু জরুরী চিকিৎসাসেবা দেয়ার কাজেই ব্যবহার করা হতো। তবে বর্তমানে মালদ্বীপের কাছে এই কাজে ব্যবহারের জন্য নিজস্ব সম্পদ ও বিকল্প ব্যবস্থা রয়েছে। ইয়ন নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়