শিরোনাম
◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ২৮ আগস্ট, ২০১৮, ০২:২২ রাত
আপডেট : ২৮ আগস্ট, ২০১৮, ০২:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘নতুন ইবোলায়’ কঙ্গোতে ৬৭ জনের প্রাণহানী

নূর মাজিদ : নতুন ধরণের ইবোলো ভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়ার পর কঙ্গোতে এখন পর্যন্ত ৬৭ জন মানুষের মৃত্যু হয়েছে। শনিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রনালয়ের কর্মকর্তারা এমন তথ্য জানিয়েছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিদর্শক ডক্টর আলফ্রেড লোঙ্গি জানান, এখন পর্যন্ত দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশগুলিতে ১০৫ জনের ইবোলা ভাইরাসে আক্রান্ত হবার ঘটনা নথিভুক্ত করা হয়েছে। এদের মধ্যে অন্তত ৬৭ জন রোগী ইতোমধ্যেই মারা গেছেন। মধ্য আফ্রিকান দেশটির পূর্বাঞ্চলীয় রাজ্য ইতুরি এবং উত্তর কিভুতে এই প্রাণঘাতী ভাইরাসের প্রকোপ সবচাইতে বেশী।

এসময় তিনি আরো জানান, আক্রান্ত ১০৫ জনের মধ্যে ৭৭ জনের গবেষণাগারে স্বাস্থ্য পরীক্ষার ফলাফল তাদের ইবোলা রোগী হিসেবে চিহ্নিত করে। এদের মাঝে ১১ জনকে চিকিৎসা দেবার পর তারা আরোগ্য লাভ করেছেন। এছাড়াও আরও ২৭ জন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে দেশটির স্বাস্থ্যমন্ত্রী ডক্টর ওলি লুঙ্গা কালেঙ্গা সম্প্রতি ইবোলা নিরাময় কেন্দ্রগুলি পরিদর্শন করেন। এসময় তিনি গুরুতরভাবে অসুস্থ দুজন ইবোলা আক্রান্ত রোগীর সম্পূর্ণ আরোগ্য লাভের কথা জানান। মন্ত্রী ওলি লুঙ্গা জানান, একটি নতুন ধরণের পরীক্ষাধীন চিকিৎসাসেবার আওতায় এই দুজন রোগী আরোগ্য লাভ করেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা নতুন ধরণের চিকিৎসা সেবা নিয়ে পরীক্ষামূলক গবেষণার জন্য কঙ্গো সরকারকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে। উল্লেখ্য, চলতি মাসের শুরুতে ১লা আগস্ট নতুন ধরণের ইবোলা ভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়ার কথা জানায় দেশটির সরকার। এটি দেশটিতে দশম ইবোলা সংক্রমণ। আনাদলু এজেন্সি

  • সর্বশেষ
  • জনপ্রিয়