শিরোনাম
◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২৮ আগস্ট, ২০১৮, ০২:৪৪ রাত
আপডেট : ২৮ আগস্ট, ২০১৮, ০২:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কে করলাে সেটা দেখার বিষয় নয়, গোল আসলেই খুশি রিয়াল কোচ

স্পোর্টস ডেস্ক : জিরোনার বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়ার পর দুই পেনাল্টির সুবাদে বড় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। তবে কিভাবে গোলগুলো এল তা নিয়ে ভাবতে রাজি নন কোচ হুলেন লোপেতেগি।

রোববার জিরোনাকে তাদের মাঠে ৪-১ গোলে হারায় রিয়াল। স্বাগতিকরা এগিয়ে যাওয়ার পর পেনাল্টি থেকে সমতা আনেন সের্হিও রামোস। বিরতির পর আরেকটি স্পট কিক থেকে রিয়ালকে এগিয়ে নেন ফরাসি ফরোয়ার্ড করিম বেনজেমা। পরে ওয়েলস ফরোয়ার্ড গ্যারেথ বেল ও বেনজেমা আরও একটি করে গোল করলে বড় জয় পায় রিয়াল।

গত মৌসুমে জিরোনার মাঠ থেকে ২-১ গোলে হেরে ফিরেছিল রিয়াল। এবারের এমন জয় রিয়ালের প্রাপ্য ছিল বলে মনে করেন লোপেতেগি।

“ম্যাচগুলো জটিল এবং জিরোনার মতো ভালো দলের বিপক্ষে বেশিই।”

“তারা একটা গোল করেছিল এবং তারপর তাদের সুযোগ ছিল দ্বিতীয় গোল করার। কিন্তু এরপর পেনাল্টি দুটো এল, আমরা তাদেরকে ম্যাচ থেকে ছিটকে দিলাম। আর দ্বিতীয়ার্ধে পরিষ্কারভাবেই জয় আমাদের প্রাপ্য ছিল।”

দলে ধারাবাহিকভাবে ভালো করা বেলের গুরুত্ব সম্পর্কে জানতে চাইলে লোপেতেগি বলেন, “দলই গুরুত্বপূর্ণ।”

“যখন এটা কাজ করে, তখন গোল এসেছে গ্যারেথ, করিম বা সের্হিওর মাধ্যমে। গোল আসাটা গুরুত্বপূর্ণ বিষয়, কে গোল পাচ্ছে সেটা নয়।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়