শিরোনাম
◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ

প্রকাশিত : ২৮ আগস্ট, ২০১৮, ০২:০০ রাত
আপডেট : ২৮ আগস্ট, ২০১৮, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডলারের বিপরীতে লিরার দাম আরো পড়ে গেছে

কায়কোবাদ মিলন: কোরবানীর সপ্তাহান্তের ছুটি শেষে সোমবার ডলারের বিপরীতে তুরস্কের মুদ্রা লিরার দাম শতকরা ৩ ভাগ পড়ে গেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক টানাপোড়ণের জের ধরে লিরার মূল্য পড়ে গেছে। খ্রীষ্টান ধর্মযাজক ব্রুনসন মুক্তি না দেয়ার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের সঙ্গে তুরস্কের বিরোধের প্রেক্ষিতে এবং প্রেসিডেন্ট এরদোগানের মুদ্রানীতির ফলশ্রুতিতে চলতি বছর ডলারের বিপরীতে লিরার মূল্য ৩৮ ভাগ পড়ে গেছে।

ওই ধর্মযাজকের বিরুদ্ধে তুরস্ক সন্ত্রাসের অভিযোগ আনলেও তিনি তা অস্বীকার করে আসছেন। ব্রোকারেজ হাউজের সঙ্গে জড়িত এক কর্মকর্তা বলেছেন, উল্লেখিত দুই দেশের বিরোধে সৃষ্ট টেনশনে লিরার মূল্য কমে যাচ্ছে এবং ডলার আরও শক্তিশালী হচ্ছে।

এদিকে তুরস্কের অর্থমন্ত্রীর সঙ্গে ফ্রান্সের প্রতিপক্ষের একটি বৈঠক নির্ধারিত রয়েছে। সেই বৈঠক শেষে তারা সংকট নিয়ে যৌথ বিবৃতি দেবেন। কোরবানীর ছুটির আগে ব্রোকারেজ হাউজের ওই কর্মকর্তা বিনিয়োগকারিদের বলেছেন, তাদের ব্যাংকগুলোর ভিত্তি যথেষ্ট মজবুত এবং সরকার এই সংকট থেকে উত্তরণে তাদের সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন।

উল্লেখ্য, তুরস্কে ১৪ শতাংশ মূল্যস্ফীতি ঘটেছে যা গত ১৪ বছরের মধ্যে সবচে বেশি। আগষ্টের মূল্যস্ফীতির হার আগামি সোমবার প্রকাশ করা হবে এবং কেন্দ্রীয় ব্যাংক ১৩ সেপ্টেম্বর নতুন মুদ্রানীতি প্রকাশ করবে।

তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান বলেছেন,তাদের মুদ্রার উপর আক্রমণ প্রতিহত করা হবে। তিনি নিজেও মনে করেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধের কারণেই তাদের মুদ্রার মান কমে গেছে। ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বোল্টন বলেছেন, ধর্মযাজক ব্রানসনকে মুক্তি না দিয়ে তুরস্ক ভুল করেছে। রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়