শিরোনাম
◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৮ আগস্ট, ২০১৮, ০১:৩৭ রাত
আপডেট : ২৮ আগস্ট, ২০১৮, ০১:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিশু রাইফা হত্যা মামলায় ৪ চিকিৎসকের জামিন

মো. শহিদুল ইসলাম,চট্টগ্রাম:চট্টগ্রামে বেসরকারি ম্যাক্স হাসপাতালে ভুল চিকিৎসায় শিশু রাইফার মৃত্যুর ঘটনায় অভিযুক্ত চার চিকিৎসকের জামিন দিয়েছেন আদালত। পুলিশ রিপোর্ট জমা দেওয়া পর্যন্ত তাদের জামিন দেওয়া হয়।
সোমবার চট্টগ্রাম মেট্রোপলিটন দ্বিতীয় আদালতের ভারপ্রাপ্ত মুখ্য মহানগর হাকিম আবু ছালেম মো. নোমান তাদের জামিন মঞ্জুর করেন।
জামিন পাওয়া চিকিৎসকরা হলেন- ডা. বিধান রায় চৌধুরী, ম্যাক্স হাসপাতালের চিকিৎসক দেবাশীষ রায় চৌধুরী, শুভ্রদেব ও হাসপাতালের পরিচালক লিয়াকত আলী।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী সাহাবউদ্দিন আহমেদ জামিন পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশু রাইফার বাবা সাংবাদিক রুবেল খানের দায়ের করা মামলায় গত ৩০ জুলাই উচ্চ আদালতে আত্মসমর্পণ করে ৪ সপ্তাহের জন্য জামিন পেয়েছিলেন অভিযুক্ত এই চার চিকিৎসক। ২৬ আগস্ট জামিনের মেয়াদ শেষ হলে সোমবার চট্টগ্রামের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন চার চিকিৎসক। পুলিশ রিপোর্ট জমা দেয়া পর্যন্ত তাদের জামিন দিয়েছেন আদালত।

প্রসঙ্গত, গত ২৯ জুন রাতে নগরীর মেহেদীবাগে অব¯ি’ত বেসরকারি ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে দৈনিক সমকালের চট্টগ্রাম অফিসের রির্পোটার রুবেল খানের মেয়ে রাইফা খান। এরপর রাইফার পরিবার ও সাংবাদিকদের পক্ষ থেকে অভিযোগ তোলা হয় হাসপাতাল কর্তৃপক্ষের অব্যবস্থাপনা এবং চিকিৎসকদের ভুল চিকিৎসার কারণেই রাইফার মৃত্যু হয়েছে। ওই দিন রাতেই এ জন্য দায়ী ডাক্তার এবং নার্সদের আটক করে চকবাজার থানা পুলিশ।
কিন্তু ভোর রাতে তাদের ছাড়িয়ে আনতে থানায় যান এবং চট্টগ্রামে চিকিৎসাসেবা বন্ধের হুমকি দেন বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক ফয়সল ইকবাল চৌধুরী ও তার সহযোগীরা।
অন্যদিকে রাইফার মৃত্যুর পর চট্টগ্রামের সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকীকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। ৬ জুলাই কমিটি তদন্ত প্রতিবেদন প্রকাশ করেন। এই প্রতিবেদনে চিকিৎসক ও নার্সদের অবহেলায় রাইফার মৃত্যু হয়েছে বলে উল্লেখ করা। সম্পাদনা ; মুরাদ হাসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়