শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৮ আগস্ট, ২০১৮, ০১:২৬ রাত
আপডেট : ২৮ আগস্ট, ২০১৮, ০১:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্রাম্পের লক্ষ্য পূরণ হয় নি, তাই আলোচনার প্রস্তাব

রাশিদ রিয়াজ: ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে মনস্তাত্ত্বিক যুদ্ধ চালাচ্ছে। তারা ইরানের জনগণ ও আন্তর্জাতিক অঙ্গনে ইরানের শরিক দেশগুলোর ওপর চাপ বাড়াতে চায়। রোববার ইরানের টিভি চ্যানেল-থ্রি-তে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

জারিফ বলেন, মধ্যপ্রাচ্যের দেশগুলো নিজের নিরাপত্তা নিশ্চিত করার জন্য অন্য দেশে উৎপাদিত অস্ত্রের ওপর নির্ভরশীল। তারা অন্য দেশ থেকে অস্ত্র কিনে নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করছে। কিন্তু ইরান নিজের নিরাপত্তা, উন্নয়ন ও অগ্রগতিকে দেশের জনগণের সঙ্গে সম্পর্কিত বলে মনে করে। এ কারণে তারা ইসলামি বিপ্লব সফল হওয়ার পর থেকে গত ৪০ বছরে ইরানের ওপর চাপ বাড়িয়েছে। কিন্তু জনগণ তাদের চাপ মোকাবেলা করেছে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্রও এখন আর ওয়াশিংটনের কথা শুনছে না। এখন তারা কোম্পানিগুলোকে টার্গেট করছে এবং সেগুলোকে আনুষ্ঠানিকভাবে হুমকি দিচ্ছে। যুক্তরাষ্ট্র মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টির মাধ্যমে পরিস্থিতি নিজের অনুকূলে নিতে চাইছে।

জারিফ বলেন, আন্তর্জাতিক বাস্তবতা হচ্ছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও সৌদি আরব সব ধরনের আইন লঙ্ঘন করছে। তিনি বলেন, আন্তর্জাতিক পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে যুক্তরাষ্ট্র যে লক্ষ্য হাসিল করতে চেয়েছিল তা ব্যর্থ হয়েছে। এ কারণে তারা বারবার আলোচনার প্রস্তাব দিচ্ছে এবং ইরানের বিরুদ্ধে 'অ্যাকশান গ্রুপ' তৈরি করেছে। পারসটুডে

  • সর্বশেষ
  • জনপ্রিয়