শিরোনাম
◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬ ◈ ফরিদপুরে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, নিহত ১২  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা ◈ শ্রম আইন লঙ্ঘনের সাজাপ্রাপ্ত মামলায় স্থায়ী জামিন চাইবেন ড. ইউনূস ◈ ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ ◈ স্বাস্থ্যখাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী  ◈ কৃষি খাতে ১০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যে তিন  বছরে সাড়ে ৩৮ হাজার কোটি টাকা বরাদ্দ ◈ বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬.১ শতাংশ: এডিবি

প্রকাশিত : ২৮ আগস্ট, ২০১৮, ১২:১২ দুপুর
আপডেট : ২৮ আগস্ট, ২০১৮, ১২:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোসাদ্দেক মামলা মাথায় নিয়ে অনুশীলন করলেন

নিজস্ব প্রতিবেদক : আগেরদিনই তোলপাড় পড়ে যায় মোসাদ্দেক হোসেনের বিরুদ্ধে তার স্ত্রীর করা নারী নির্যাতনের মামলার খবরে। মামলাটি হয়েছিল ১৫ আগস্ট। কিন্তু মিডিয়ায় প্রচার হয় রোববার সন্ধ্যায়।
মোসাদ্দেকের বিপক্ষে যখন মামলার খবরটি মিডিয়ায় প্রকাশিত হলো, তার পরদিনই, অর্থাৎ আজ (সোমবার) থেকেই শুরু হয়েছে এশিয়া কাপ ক্রিকেট উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অনুশীলন। ৩১ সদস্যের প্রাথমিক দল আগেই ঘোষণা করেছিল বিসিবি। এদের মধ্যে প্রথমদিনের অনুশীলনে অনুপস্থিত ছিলেন দুই সিনিয়র ক্রিকেটার সাকিব আল হাসান এবং মাহমুদউল্লাহ রিয়াদ। সাকিব রয়েছেন সৌদি আরবে, পবিত্র হজব্রত পালনের উদ্দেশ্যে। আর মাহমুদউল্লাহ খেলছেন সিপিএলে।

বাকিদের নিয়েই আজ (সোমবার) সকাল থেকে শুরু হলো জাতীয় দলের প্রাথমিক অনুশীলন। অনুশীলন শুরু করা ক্রিকেটারদের মধ্যে ছিলেন মোসাদ্দেক হোসেন সৈকতও। সকাল সাড়ে ৯টার আগেই মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এসে রিপোর্ট করেন মোসাদ্দেক। এরপর সতীর্থদের সঙ্গে মিলে নামেন মাঠে এবং স্বাভাবিকভাবেই প্রথম দিনের অনুশীলনের সব ক’টি সেশনে অংশ নেন।

আগেরদিন মামলার বেড়াজালে জড়িয়ে পড়ার খবর পেয়েছেন। স্বাভাবিকভাবেই নিজের মধ্যেই অস্বাভাবিক থাকার কথা মোসাদ্দেক হোসেন সৈকতের। তবে, তার ছিটেফোটাও অনুশীলনে এসে প্রকাশ করলেন না তিনি। সকাল থেকেই দেখা গেছে সপ্রতিভ। সতীর্থদের সঙ্গে অনুশীলন করছেন, খুনসুটিতে মাতছেন। দেখে কে বলবে, তার ওপর দিয়ে একটা ঝড় বয়ে যাচ্ছে?

সকাল সাড়ে ৯টায় শুরু হয় প্রথম দিনের অনুশীলন। শুরুতেই ফিটনেস ট্রেনিং। সকাল সাড়ে ৯টা থেকে ১২টা পর্যন্ত চলে প্রথম সেশনের কার্যক্রম। এরপর দুপুর দেড়টা থেকে ৪টা পর্যন্ত চলে দ্বিতীয় সেশনের কার্যক্রম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়