শিরোনাম
◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী

প্রকাশিত : ২৮ আগস্ট, ২০১৮, ১২:০৯ দুপুর
আপডেট : ২৮ আগস্ট, ২০১৮, ১২:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘শিল্পখাতে উন্নয়ন অব্যাহত রাখতে পেশাদারিত্বের সাথে কাজ করতে হবে’

স্বপ্না চক্রবর্তী : বর্তমান সরকারের আমলে শিল্পখাতে সূচিত গুণগত পরিবর্তনের ধারা অব্যাহত রাখতে শিল্প মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সাথে অর্পিত দায়িত্ব পালনের নির্দেশনা দিয়েছেন ভারপ্রাপ্ত সচিব মোঃ আবদুল হালিম।

তিনি বলেন, দেশের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে নিষ্ঠা ও আন্তরিকতার সাথে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। এ বিষয়ে আপোষ করার কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।

সোমবার শিল্প মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ নির্দেশনা দেন। শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ এনামুল হক, যুগ্ম সচিব জিয়াউর রহমান খান, উপসচিব হুমায়ুন কবির। এসময় ভারপ্রাপ্ত সচিব বলেন, দেশের অর্থনীতিতে শিল্পখাতের বিরাট অবদান রয়েছে। ইতোমধ্যে জাতীয় আয়ে শিল্পখাতের অবদান ৩৩ শতাংশ ছাড়িয়ে গেছে। ২০২১ সাল নাগাদ এটি ৪০ শতাংশে উন্নীত করতে সরকার কাজ করছে। এ লক্ষ্য অর্জনে বেসরকারিখাতে শিল্পায়ন কার্যক্রম জোরদার করতে হবে। এজন্য তিনি শিল্প মন্ত্রণালয়ের সেবাদান প্রক্রিয়া গতিশীল করার তাগিদ দেন। তিনি শিল্প মন্ত্রণালয় সংশ্লিষ্ট অংশীজনদের দ্রুত সেবা প্রদানের লক্ষ্যে প্রকৃত ‘টিম ওয়ার্ক’ এর ভিত্তিতে কাজ করার পরামর্শ দেন।
পরে ভারপ্রাপ্ত সচিব মন্ত্রণালয়ের মাসিক সমন্বয় সভা এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) অন্তর্ভুক্ত প্রকল্পগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় পৃথকভাবে সভাপতিত্ব করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়