শিরোনাম
◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত

প্রকাশিত : ২৭ আগস্ট, ২০১৮, ১০:৫১ দুপুর
আপডেট : ২৭ আগস্ট, ২০১৮, ১০:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রবি বিসিবিকে সময় দেয়নি: সিইও

স্পোর্টস ডেস্ক: রবির সঙ্গে বিসিবির চুক্তির মেয়াদ ছিল আগামী বছরের জুন পর্যন্ত। কিন্তু তার অনেক আগেই বিসিবির সঙ্গে স্পন্সরশিপ চুক্তি বাতিল করল মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠানটি। হঠাৎ করে বাংলাদেশ জাতীয় দলের স্পন্সরশিপ থেকে রবির সরে যাওয়া নিয়ে আজ সাংবাদিকদের সঙ্গে কথা বললেন বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন।

রবির সঙ্গে চুক্তি সম্পর্কে নিজামুদ্দিন চৌধুরী বলেন,‘রবি জাতীয় দল থেকে নিজেদের চুক্তি প্রত্যাহার করে নিয়েছে। টেলিফোন ব্র্যান্ডে সঙ্গে যুক্ত থাকা কিছু ক্রিকেটারদের নিয়ে তাদের কিছু অবজেকশন ছিলো। বিভিন্ন টেলিফোন কোম্পানির সঙ্গে ক্রিকেটারদের চুক্তির কারণেই নাকি এমন সিদ্ধান্ত নিয়েছে তারা। তবে আমাদের ধারণা, অন্য কোনো কারণে তারা এমন সিদ্ধান্ত নিয়েছে।আমরা এই বিষয়টাকে পুরোপুরি গ্রহণ করতে রাজি নই।’

বিসিবির প্রধান নির্বাহী আরো জানান,‘আপনারা জানেন যে, সাকিব আল হাসানের সঙ্গে যে একটা টেলিফোন কম্পানির চুক্তি ছিল। সেটা সে ইতিমধ্যে বাতিল করেছে। তামিমের সঙ্গে ছিল, তামিমও সেটা বাতিল করেছেন গ্রামীন ফোনের সঙ্গে। আমরা একটা নিয়মের মাঝ দিয়ে ক্রিকেটারদের অন্য টেলিফোন কম্পানির চুক্তি বাতিলের পথে এগুচ্ছিলাম। রবির সঙ্গে আলোচনার সাপেক্ষেই ক্রিকেটাররা তাদের টেলিফোন কম্পানি গুলোর সাথে তাদের চুক্তি বাতিল করেতেছিল। আমরা ভেবেছি রবি আমাদের একটু সময় দিবে কিন্তু তারা সেটা দেয়নি। তাদের এমন সিদ্ধান্তে আমরা নিজেরাও অবাক। মাঝপথেই দুঃখজনক ভাবে তারা সরে দাড়ায়। তারপরও আমাদের বোর্ডের পক্ষ থেকে আমরা রবি কে ধন্যবাদ জানাই।’

‘এখন আমাদের নতুন স্পন্সর দেখতে হবে। দুই-এদিনের মাঝেই এর সার্কুলেশন শুরু করবো।’

গত বছরের জুলাই থেকে দ্বিতীয় মেয়াদে বিসিবির সঙ্গে চুক্তি করেছিল রবির। চুক্তির আওতায় শুধু ছেলেদের জাতীয় দলই নয়, ‘এ’ দল ও অনূর্ধ্ব-১৯ দলের পাশাপাশি ছিল মেয়েদের জাতীয় দলও। তবে চুক্তির বেশ কিছু শর্ত পূরণ করা, না করা নিয়ে বেশ কিছুদিন ধরেই দুই পক্ষের সম্পর্কে টানাপোড়েন চলছিল বলে জানা গেছে। আলোচনায়ও সুরাহা খুব একটা হয়নি। সেটির ধারাবাহিকতায়ও এল চুক্তি বাতিল হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়