শিরোনাম
◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৭ আগস্ট, ২০১৮, ০৯:৫৮ সকাল
আপডেট : ২৭ আগস্ট, ২০১৮, ০৯:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রের অবরোধ তুলে নেয়ার ব্যাপারে আন্তর্জাতিক আদালতে ইরান

প্রত্যাশা প্রমিতি সিদ্দিক: যুক্তরাষ্ট্রের আরোপিত অর্থনৈতিক অবরোধ তুলে নেয়ার বিষয়ে আন্তর্জাতিক আদালতের ‘ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস’ দারস্থ হয়েছে ইরান। জাতিসংঘের বিশেষ এ আদালতে যুক্তরাষ্ট্র কর্তৃক দেশটির ওপর সকলধরণের নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা বলা হয়েছে। সোমবার আন্তর্জাতিক আদালতে মামলাটি দায়ের করেছে ইরান।

মামলাটিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র কর্তৃক বিভিন্ন নিষেধাজ্ঞার ফলে ইরানের অর্থনীতি ক্রমশই দুর্বল হয়ে পড়ছে। এরফলে ১৯৫৫ সালে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত চুক্তিটি লঙ্ঘিত হচ্ছে। এদিকে, এ মামলাটির ফলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখনো কোনো মৌখিক বিবৃতি দেয়া হয়নি। তবে মঙ্গলবার দেশটি আনুষ্ঠানিক ভাবে এ প্রসঙ্গে বিবৃতি দেবে।

উল্লেখ্য, গত ৮ ইরান পরমাণু চুক্তি থেকে বের হয়ে যায় যুক্তরাষ্ট্র। এসময় এ চুক্তিটিকে ইতিহাসের সবচেয়ে বাজে চুক্তি বলেও অ্যাখ্যায়িত করেন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর থেকেই যুক্তরাষ্ট্র একের পর এক অর্থনৈতিক নিষেধাজ্ঞা জুড়ে দেয় ইরানের ওপর। এমনকি দেশটির রপ্তানিকৃত তেল ক্রয় করা যাবেনা বলেও বিভিন্ন দেশকে হুমকি দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়