শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৭ আগস্ট, ২০১৮, ০৮:৫৮ সকাল
আপডেট : ২৭ আগস্ট, ২০১৮, ০৮:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিংতিয়াং-ওদিয়ং এশিয়ার দ্রুততম মানব-মানবী

স্পোর্টস ডেস্ক : দ্রুততম মানবের কথা আসলেই সবার মনে ভেসে ওঠে উসানইন বোল্টের কথা। কিন্তু এশিয়ার দ্রুততম মানব কে, এই খোঁজ কেউ রাখেনা। তবে না রাখলেও এশিযান গেমসের সময় একটু হলে ঢু মারেন অনেকে। এবারের গেমসে এশিয়ার দ্রুততম মানব হয়েছেন চীনের বিংতিয়ান সু। ১০০ মিটার স্প্রিন্টে এশিয়ার সেরা হয়েছেন তিনি। অন্যদিকে একই ডিসিপ্লিনে দ্রুততম মানবী হয়েছেন বাহরাইনের ওদিয়ং এদিদিয়ং।

১০০ মিটার স্প্রিন্টের পুরুষ ইভেন্টে ৯ দশমিক ৯২ সেকেন্ড সময় নিয়ে এশিয়ান গেমসের রেকর্ড গড়েছেন চীনের বিংতিয়ান সু। এই রেসে পুরোপুরি ১০ সেকেন্ড সময় নিয়ে রৌপ্য পদক জিতেছেন কাতারের তসিন অগুনোদে। তসিনের সমান সময়ে রেসে পৌঁছে জাপানের রিওটা ইয়াগামোতো জিতেছেন ব্রোঞ্জ পদক।

নারী ইভেন্টে তাক লাগিয়ে দিয়েছেন উড়িশ্যার মেয়ে দ্যুতি চাঁদ। যদিও দ্রুততম মানবী হয়েছেন বাহরাইনের ওদিয়ং এদিদিয়ং। ১১.০৩ সেকেন্ড সময় নিয়েছেন তিনি। আর ভারতের দ্যুতি চাঁদ তার থেকে ০.০২ সেকেন্ড বেশি সময় নিয়ে পেয়েছেন রৌপ্য পদক। ব্রোঞ্জ জিতেছেন চীনের ইয়ংলি ওয়েই।

ভারতের দ্যুতি চাঁদকে চার বছরের জন্য নিষিদ্ধ করেছিল আন্তর্জাতিক অ্যাথলেটিক ফেডারেশন। যার কারণে খেলতে পারেননি কমনওয়েলথ গেমসে। নিষেধাজ্ঞা কাটিয়ে ট্র্যাকে ফিরেই এশিয়ার দ্বিতীয় সেরা হয়েছেন ভারতের ন্যাশনাল গেমসে রেকর্ড স্বর্ণধারী দ্যুতি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়