শিরোনাম
◈ আবদুল্লাহ জাহাজে খাবার থাকলেও সংকট বিশুদ্ধ পানির ◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র

প্রকাশিত : ২৭ আগস্ট, ২০১৮, ০৮:৫৭ সকাল
আপডেট : ২৭ আগস্ট, ২০১৮, ০৮:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাহজালালে ১ কেজি ১৬২ গ্রাম সোনার বার উদ্ধার

সুজন কৈরী: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৫ যাত্রীর কাছ থেকে ১ কেজি ১৬২ গ্রাম সোনার বার ও গয়না উদ্ধার করা হয়। সোমবার সকালে মাস্কাট থেকে আসা একই পরিবারের সদস্য এ ৫ জনকে আটক করে শুল্ক গোয়েন্দারা।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মো শহিদুল ইসলাম জানান, গোয়েন্দা তথ্য ছিল আজ সকাল সোয়া ৭টায় মাস্কাট থেকে আসা বিএস-৩২২ ফ্লাইটে সোনার চালান আসবে। শুল্ক গোয়েন্দারা নজরদারি বাড়িয়ে দেয়। শুল্ক গোয়েন্দাদেও একটি দল বিমান তল্লাশি করেও কোন সোনা পায়নি। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা সেরে যাত্রীরা চলে যাওয়ার সময় এ ৫ যাত্রীর আচরনে সন্দেহ হয় গোয়েন্দাদের। তারা গ্রীন চ্যানেল পার হওয়ার সময় শুল্ক গোয়েন্দারা ৫ জনকেই চ্যালেঞ্জ করেন। প্রথমে ঘোষানাবিহীন কোন অবৈধ সোনা বা অন্য কিছুই নেই বলে জানায় তারা। পরে কাস্টমস হলে নিয়ে তাদের মালামাল ও দেহ তল্লাশি করা হয়। এ সময় তাদের শরীরের লুকানো ২টি ১০ তোলা ওজনের সোনার বার, বার দিয়ে মোটা করে বানানো ৫টি কাঁচা সোনার চেইন, বার দিয়ে বানানো কাঁচা সোনার ৬টি দন্ড উদ্ধার করা হয়। উদ্ধার করা সোনার ওজন ১ কেজি ১৬২ গ্রাম। আর মূল্য ৫৮ লক্ষ ১০ হাজার টাকা। যাত্রীরা ঘোষণা না দিয়ে আনা উদ্ধার করা এসব সোনা ঢাকা কাস্টমস হাইজে জমা রাখা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়