শিরোনাম
◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ২৭ আগস্ট, ২০১৮, ০৬:১৮ সকাল
আপডেট : ২৭ আগস্ট, ২০১৮, ০৬:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দাউদের সঙ্গী ছোটা শাকিলের ছেলে এখন ‘হাফেজে কোরআন’

ওমর শাহ: বছর খানেক আগেই শীর্ষ সন্ত্রাসী দাউদ ইব্রাহিমের ছেলের মাওলানা হয়ে ওঠার খবর প্রকাশ্যে আসে। এবার জানা যায়, তাঁর সঙ্গী ছোটা শাকিলের ছেলেও আধ্যাত্মিক পথই বেছে নিয়েছে। পাকিস্তানের করাচিতে ছোটা শাকিলের একমাত্র ছেলে এখন হিফজুল কুরআনের শিক্ষক।

১৮ বছরের মুবাশ্বির শেখ ডি কোম্পানির অন্যতম সদস্য ছোটা শাকিলের তৃতীয় ও সব থেকে ছোট সন্তান। সেই ছেলে এখন হাফেজে কোরআন ও হিফজুর কুরআনের প্রশিক্ষক।

বৃদ্ধ বাবা বাবুমিয়া শাকিল আহমেদ শেখ ওরফে ছোটা শাকিলের সঙ্গে করাচিতেই থাকে মুবাশ্বির। সেখানেই কোরআনের পাঠ দেওয়া শুরু করেছে সে। আশেপাশে লোকজন তার কাছে আসে কোরআনের পাঠ নিতে।

একসময় মুম্বইতে এক ট্রাভেল এজেন্সি চালাত ছোটা শাকিল। ১৯৮০ থেকে মাফিয়া হিসেবে তার উত্থান শুরু হয়। ডি কোম্পানির বিশ্বস্ত সদস্য হয়ে ওঠে শাকিল। দাউদের বিশ্বাসযোগ্যতা অর্জন করে নিজের জায়গা তৈরি করে ফেলে আন্ডারওয়ার্ল্ডে। ১৯৮৮ তে তাকে গ্রেফতার করা হয়েছিল। মাস চারেক জেলে থাকার পর জামিন পেয়ে সোজা চলে যায় দুবাইতে দাউদের আস্তানায়। সেখানে বসেই মুম্বাই হামলার পরিকল্পনা হয়। পরে দুবাই থেকে তাদের ঘাঁটি সরে যায় পাকিস্তানে।

বর্তমানে দাউদ এবং ছোটা শাকিল দু’জনেই যে পাকিস্তানে রয়েছে, সেকথা জানিয়েছে দাউদের ভাই ইকবাল ইব্রাহিম কস্কর, যাকে ১১ মাস আগে ভারতে গ্রেফতার করা হয়েছে। তিনিই জানিয়েছিলেন যে, দাউদের একমাত্র ছেলে মাওলানা হয়ে গিয়েছে। সেই মাওলানার পথ ধরেই এবার শাকিলের ছেলে মুবাশ্বির।
দাউদের ছেলে মইনের মতই মাফিয়াদের জগতে অনীহা রয়েছে মুবাশ্বিরের। বাবার সঙ্গে বাস করলেও তার পথে যেতে ইচ্ছুক নয় মুবাশ্বির। ছোটা শাকিলের দুই মেয়ে জোয়া ও আনমের বিয়ে হয়েছে করাচিতে। দু’জনেরই স্বামী পেশায় চিকিৎসক। সূত্র: কলকাতা২৪*৭

  • সর্বশেষ
  • জনপ্রিয়