শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ২৭ আগস্ট, ২০১৮, ০৫:৫৩ সকাল
আপডেট : ২৭ আগস্ট, ২০১৮, ০৫:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেস্ট ব্যাটিং কোচের খোঁজে বিসিবি

স্পোর্টস ডেস্ক: নিজামউদ্দিন ক্রিকইনফোকে বলেছেন, ‘২০১৯ সালের বিশ্বকাপ পর্যন্ত সাদা বলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন নেইল। কিন্তু লাল বলের ক্রিকেটের জন্য কাউকে দরকার আমাদের।’

বিসিবির এই কর্মকর্তা আরও যোগ করেছেন, ‘আমরা চেয়েছিলাম লাল বলের ক্রিকেটটাও দেখুক নেইল। কিন্তু তাকে তেমন পাওয়া যায় না। কোচিং স্টাফদের বেশির ভাগ নতুন সদস্যদের আমরা নিয়োগ দিয়েছিল বিশ্বকাপ মাথায় রেখে। কিন্তু আমরা এমন কাউকে চাইছি যিনি লাল বলেও সাহায্য করতে পারবে এবং অন্য কাজও করবে। আমরা কোচদের আলোচনা করতে বলেছি। গ্যারি কারস্টেনও এই প্রক্রিয়ায় সহযোগিতা করছে।’

টেস্টের জন্য বিসিবির বিশেষজ্ঞ ব্যাটিং কোচ খোঁজার এই সিদ্ধান্ত অযৌক্তিক নয়। গত এক বছর ধরে বাংলাদেশ প্রতি টেস্টে গড়ে করেছে ২০২ রান। শেষ তিন টেস্টের একটি ইনিংসেও ২০০-এর কোটা পার করতে পারেনি। এই মৌসুমে ওয়েস্ট ইন্ডিজ ও গত বছর দক্ষিণ আফ্রিকা সফরে ব্যাটিংয়ে ছিল হতাশার ছাপ। মূলত টেস্ট ব্যাটিং শঙ্কাজনক। তবে একই ব্যাটসম্যানরা ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে সফল, তার প্রমাণ মিলেছে ওয়েস্ট ইন্ডিজে সীমিত ওভারের সিরিজ জিতে।
টেস্ট ব্যাটিং কোচের সন্ধানের পাশাপাশি সেপ্টেম্বরে স্পিন বোলিং কোচ সুনীল যোশির ব্যাপারেও সিদ্ধান্ত নেবে বিসিবি। গত বছরের আগস্টে নিয়োগ পাওয়া এই কোচের মেয়াদ শেষ হচ্ছে এশিয়া কাপ শেষে। নিজামউদ্দিন বলেছেন, ‘সেপ্টেম্বরের শেষ পর্যন্ত বর্তমান স্পিন কোচের চুক্তির মেয়াদ, মানে এশিয়া কাপ পর্যন্ত। স্পিন কোচের ব্যাপারেও সিদ্ধান্ত নেবে বোর্ড।’ ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়