শিরোনাম
◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২৭ আগস্ট, ২০১৮, ০৫:৩০ সকাল
আপডেট : ২৭ আগস্ট, ২০১৮, ০৫:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এক ঘণ্টায় শেষ বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের টিকিট

স্পোর্টস ডেস্ক: ঢাকার ফুটবলে এখন আর দর্শক নেই বললেই চলে। কিন্তু ঢাকার বাইরে ফুটবল মানেই টইটম্বুর গ্যালারি। আর যদি হয় আন্তর্জাতিক ম্যাচ, তাহলে তো কথাই নেই। বাংলাদেশ-শ্রীলঙ্কা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে নীলফামারী শেখ কামাল স্টেডিয়ামের গ্যালারিও লোকারণ্য হয়ে উঠবে, সেটা নিশ্চিত জানা যাচ্ছে ২ দিন আগেই। গতকাল বাজারে ছাড়ার এক ঘণ্টার মধ্যে সব টিকিট বিক্রি হয়ে গেছে!

২৯ আগস্ট নীলফামারী শেখ কামাল স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ-শ্রীলঙ্কা। প্রথমবারের মতো আন্তর্জাতিক ম্যাচ আয়োজন নিয়ে নীলফামারীতে চলছে এখন সাজ সাজ রব। স্থানীয় মানুষেরাও খুব আগ্রহ নিয়ে অপেক্ষা করছে বাঘ-সিংহের লড়াই দেখার জন্য। শহরের ১১টি ব্যাংক শাখায় ছাড়া সাড়ে বারো হাজার টিকিট এক ঘণ্টার মধ্যেই বিক্রি হয়ে গিয়েছে বলে জানিয়েছেন নীলফামারী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জাতীয় দলের সাবেক অধিনায়ক আরিফ হোসেন, ‘মানুষ খুব আগ্রহ নিয়ে অপেক্ষা করছে খেলাটি দেখার জন্য। সাড়ে বারো হাজার টিকিট ছাড়া হয়েছিল। তা আজ (গতকাল) সকালের এক ঘণ্টার মধ্যে বিক্রি হয়ে গিয়েছে।’

আরিফ হোসেনের ভাষ্য অনুযায়ী ম্যাচের জন্য ছাপা হয়েছে মোট ২১ হাজার ৩৫৯ টিকিট। বাকি অধিকাংশ টিকিট উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে বিক্রি করা হবে বলে জানিয়েছেন তিনি। এর মধ্যে এক হাজার আছে নারীদের জন্য ও ৩৫৯ টিকিট ভিআইপি।

ম্যাচটি খেলার জন্য আজ দুপুরেই রংপুরে পৌঁছানোর কথা শ্রীলঙ্কা দলের। আর আগামীকাল রংপুর পৌঁছাবে বাংলাদেশ দল। সেখানকার হোটেলে অবস্থান করে নীলফামারীতে গিয়ে ম্যাচ খেলবে তাঁরা। সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি হিসেবে ম্যাচটি খেলছে উভয় দল। প্রথমআলো

  • সর্বশেষ
  • জনপ্রিয়