শিরোনাম
◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মুজিবনগর দিবস বাঙালির শৃঙ্খলমুক্তির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২৭ আগস্ট, ২০১৮, ০৫:২০ সকাল
আপডেট : ২৭ আগস্ট, ২০১৮, ০৫:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘সাধারণ মানুষ হলে তাদের নামে ৫৭ ধারায় মামলা হতে পারত’

রবিন আকরাম : এবার ঈদে জ্যাম ছিল না, মানুষ স্বস্তিতে ঘরে ফিরেছে। সরকার পক্ষের একজন মন্ত্রীর এমন কথায় সমালোচনা করে সাপ্তাহিক পত্রিকার সম্পাদক গোলাম মর্তুজা বলেছেন, যারা এসব কথা বলছেন তারা যদি ‘মেসাহেব’ না হয়ে সাধারণ মানুষ হতেন তাহলে তাদের নামে ৫৭ ধারায় মামলা হতে পারত!

সোমবার সকালে ব্যক্তিগত ফেসবুকে এসব কথা লিখেছেন তিনি।

তার ভাষায়, জ্যামের এমন ভয়ঙ্কর রূপ অতীতে কখনো দেখা যায়নি। ঈদের আগের দিন বঙ্গবন্ধু সেতুর কয়েক কিলোমিটার আগে থেকে কয়েক কিলোমিটার পরে পর্যন্ত তীব্র জ্যাম ছিল। অথচ সেই সময় অনলাইন গণমাধ্যম সংবাদ প্রকাশ করছিল ‘ঢাকা- টাঙ্গাইল সড়কে স্বস্তি’। ‘স্বস্তি’ ছিল মির্জাপুর পর্যন্ত। বঙ্গবন্ধু সেতুর উপরে, চার পাঁচ কিলোমিটার আগে- পরে, জ্যাম ছিল ঈদের আগের সারারাত এবং ঈদের দিন পর্যন্ত। ঈদের আগের দিন ভোর ৪-৫ টার সময় ঢাকা থেকে রওয়ানা দিয়ে কত মানুষ বঙ্গবন্ধু ব্রিজের কাছাকাছি পৌঁছেছেন রাত ৯-১০ টায়, বঙ্গবন্ধু সেতুতে তখন স্থির জ্যাম থাকায় তাদের কতজন বঙ্গবন্ধু রিসোর্টে (যমুনা রিসোর্ট) কমপক্ষে ৭০১৪ টাকা ভাড়া দিয়ে রাতে থেকে যেতে বাধ্য হয়েছেন, একটু খোঁজ নিলেই তা জানা সম্ভব।

ঈদের দিন সকাল ৯ টার সময় বঙ্গবন্ধু সেতু অতিক্রম করতে এক ঘন্টার বেশি সময় লেগেছে। সেতুর পরের ৪ কিলোমিটার জ্যাম ছিল।ঈদের দিনে এমন জ্যাম আগে কখনো দেখা যায়নি। ঢাকা নির্ভর গণমাধ্যম জ্যামের সঠিক সংবাদ মানুষকে জানাতে পারেনি। উল্টো বিভ্রান্ত করেছে।

টাঙ্গাইল পর্যন্ত ‘স্বস্তি’র সংবাদ জানিয়েছে,তারপরের অংশের সংবাদ ঈদের আগের দিন বিকেল পর্যন্ত জানায়নি।

এখন যারা বলছেন ‘এবার জ্যাম ছিল না, মানুষ স্বস্তিতে ঘরে ফিরেছে, সরকারের উন্নয়নের কারণে তা সম্ভব হয়েছে’- তারা যদি ‘মেসাহেব’ না হয়ে সাধারণ মানুষ হতেন, ‘গুজব’ ছড়ানোর অভিযোগে তাদের নামে ৫৭ ধারায় মামলা হতে পারত!

  • সর্বশেষ
  • জনপ্রিয়