শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ২৭ আগস্ট, ২০১৮, ০২:২১ রাত
আপডেট : ২৭ আগস্ট, ২০১৮, ০২:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘অনভিজ্ঞ প্রতিষ্ঠান দেশের দ্বিতীয় রপ্তানি খাতকে পরিচালনার করবে কিভাবে’

মুহাম্মদ নাঈম: বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, খুচরা পর্যায়ে এবার চামড়ার মূল্য ৩০ বছরের মধ্যে সর্বনি¤œ থাকলেও কেনায় আগ্রহ নেই ট্যানারি মালিকদের, এটা মোটেও ঠিক নয়। চামড়ার ডিমান্ড নেই সেটাও ঠিক নয়, কারণ চামড়ার প্রচুর ডিমা- রয়েছে। সাধারণত দেশের মোট চামড়ার প্রায় ৬০ শতাংশ সংগ্রহ করা হয় কোরবানির ঈদে। এই সময়ে ট্যানারি এলাকায় থাকে কর্মব্যস্ততা। ট্রাকের পর ট্রাকে করে দেশের বিভিন্ন এলাকা থেকে চামড়া আসে। সিইটিপি এখনও চালু হয় নি। চামড়া খাতের এই বিপর্যয়ের জন্য সরকারের সিদ্ধান্তও দায়ী। এই খাতকে পরিচালনার জন্য অনভিজ্ঞ বিসিককে দায়িত্ব দিয়েছে। অভিজ্ঞতাহীন প্রতিষ্ঠান দেশের দ্বিতীয় রপ্তানি খাতকে পরিচালনার করবে কিভাবে। কোরবানি পরবর্তী চামড়ার বাজার নিয়ে আমাদের অর্থনীতিকে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ট্যানারি মালিকরা যদি চামড়া কিনে বিদ্যুৎ বা পানির সমস্যার কারণে চামড়া প্রসেস করতে না পারে, তাহলে কি তারা চামড়া কিনবে না ? ব্যাংক থেকে চামড়া কেনার খাতে যে লোন নিয়েছে তা দিয়ে কি করবে? ব্যবসায়ীরা ব্যাংক থেকে চামড়া কেনার খাতে যে লোন নিয়েছে, ব্যাংকগুলো যে পরিমাণ লোন নিয়েছে সে পরিমাণ চামড়া ক্রয় করছে না। যদি ব্যবসায়ীরা লোন নিয়ে সঠিক ভাবে ব্যয় না করে, তাহলে সেই লোন আদায় করার ব্যবস্থা গ্রহণ ব্যাংকের করতে হবে ।

ড. সালেহ উদ্দিন আহমেদ আরও বলেন, আমাদের দেশের চামড়াজাত পণ্য রপÍানি কম হচ্ছে। এর কারণ হতে পারে আমাদের দেশের পক্ষ থেকে উৎপাদনে ঘাটতি দেখা দিয়েছে কিংবা ডেলিভারি সিডিউল বজায় রাখতে পারেনি। রপ্তানি কমে গেলে ট্যানারি মালিকরা চামড়া কিনে কি করবে? তারা তো স্টক করে বসে থাকবে না। সুতরাং এখানে চেষ্টা করতে হবে রপ্তানির পরিমাণ বাড়ানোর জন্য এবং পানি, বিদ্যুৎ নিয়ে যে সমস্যা আছে তা সমাধানের চেষ্টা করতে হবে। এ ক্ষেত্রে যারা বিদেশে ইম্পোর্ট করছে, তারা পণ্য কেনা কেন কমাচ্ছে সে বিষয়ে তাদের সাথে আলাপ আলোচনা করে সমঝোতা করতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়