শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২৭ আগস্ট, ২০১৮, ০৮:৫৪ সকাল
আপডেট : ২৭ আগস্ট, ২০১৮, ০৮:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভিয়েনায় প্রবাসী বাঙালিদের ঈদ পূনর্মিলনী

আনিসুল হক, ভিয়েনা (অষ্ট্রিয়া) থেকে: অষ্ট্রিয়ার রাজধানী ভিয়েনার ফ্লরিসড্রফে ‘কাফে যোম এষ্টেন ষ্টোওক’ এ ২৬ আগস্ট, রবিবার বিকেলে অষ্ট্রিয়া প্রবাসী বাঙালিরা ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে মিলিত হয়। জাকিয়া আহমেদ ও ইকবাল আহমেদ দম্পতির উদ্দোগে আয়োজিত ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানটি প্রবাসীদের মিলন মেলায় পরিণত হয়েছিল।
উক্ত অনুষ্ঠনে আমন্ত্রিত অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ দূতাবাস ও স্থায়ী মিশন ভিয়েনার রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর ও তাঁর সহধর্মিণী সালমা আহমেদ জাফর, দূতাবাসের প্রথম সচিব মিস মালিহা শাহজাহান, সর্বইউরোপিয়ান আওয়ামী লীগের সহ-সভাপতি এবং অষ্ট্রিয়া প্রবাসী মানবাধিকার কর্মী, লেখক, সাংবাদিক এম. নজরুল ইসলাম, অষ্ট্রিয়া আওয়ামী লীগের সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিম, অষ্ট্রিয়ান শিক্ষা মন্ত্রনালয়ের কর্মকর্তা মিজানুর রহমান খান, বাঙালি-অষ্ট্রিয়ান হিন্দু কালচারাল অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক রুহী দাস সাহা, বাংলাদেশ মুন্সীগঞ্জ বিক্রমপুর অষ্ট্রিয়া সমিতির সভাপতি শাহ কামাল, বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা জুবায়দুল হক চৌধুরী, বাংলাদেশ অষ্ট্রিয়া সমিতির সাবেক সাধারণ সম্পাদক আবদুর রব খানসহ অনেক বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব।
এতে মন-মাতানো সঙ্গীত পরিবেশন করেন, অষ্ট্রিয়া প্রবাসী কণ্ঠশিল্পী কানিজ খান, নাহিদ খান সুমি, জাকিয়া, মুইন, মিয়া বাবু, তানিয়া, সাইফুল, উৎফল, মুন, মিথিলা, অনুপ্রমা, রিফাত ও পূর্ণা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, মিস মুন রিফাত।
এই ঈদ অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন। তাদের একে অপরের সঙ্গে আলিঙ্গনে ফুটে ওঠে ঐক্য, সহনশীলতা ও নিজের আগে অন্যের জন্য চিন্তা করার মানবিক মূল্যবোধ। এ ধরনের অনুষ্ঠান কেবল আমাদের সংস্কতিকেই বাঁচিয়ে রাখবে না। বাঙালি সংস্কৃতিতে উজ্জীবিত হবে প্রবাসে আমাদের নতুন প্রজন্ম।
অনুষ্ঠানের আয়োজক বিশিষ্ট ব্যবসায়ী ইকবাল আহমেদ ও তাঁর সহধর্মিণী জাকিয়া আহমেদ অনুষ্ঠানে অংশগ্রহণ করায় সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।
বাংলাদেশের ঐতিহ্যবাহী ঈদের খাদ্য সামগ্রীর মাধ্যমে সবাইকে আপ্যায়িত করার মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়