শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ২৭ আগস্ট, ২০১৮, ০৩:৪৯ রাত
আপডেট : ২৭ আগস্ট, ২০১৮, ০৩:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভাড়াটিয়া সেজে বাসায় ঢুকে মালামাল লুট, দম্পতির মৃত্যু

মোস্তাফিজুর রহমান : রাজধানীর ডেমরার সারুলিয়া এলাকার একটি বাসায় রোববার সন্ধ্যায় ভাড়াটিয়া সেজে প্রবেশ করে বৃদ্ধ দম্পতিকে অচেতন করে মালামাল লুটে করে নিয়ে গেছে কয়েকজন নারী। পরে অচেতন অবস্থায় দম্পতিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন- আব্দুস সাত্তার (৭২) ও তার স্ত্রী সাহেরা বেগম (৬০)।

নিহত দম্পতির ছেলে মো. আমিনুল ইসলাম প্রতিবেশিদের বরাত দিয়ে জানান, সন্ধ্যায় কয়েকজন নারী বাসা ভাড়ার কথা বলে তাদের বাসায় আসেন। তারা বাসায় অনেক সময় অবস্থান করেছিলেন। নারীরা তার বাবা-মার মাথায় মেহেদী দিয়ে দেন। এরপর দীর্ঘসময় ধরে কোনো সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশিরা গিয়ে দুজনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ সময় বাসার ভেতরের মালামাল এলোমেলো অবস্থায় দেখতে পেয়েছেন প্রতিবেশিরা। পরে খবর পেয়ে বাসায় গিয়ে বাবা-মাকে উদ্ধার করে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরো বলেন, বাসায় ফেরার পর মালামাল খোয়া যাওয়ার বিষয়ে নিশ্চিত করে বলা যাবে।

ডেমরা থানার ওসি সিদ্দিকুর রহমান জানান, ঘটনার তদন্ত চলছে। নিহতদেও লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়