শিরোনাম
◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী 

প্রকাশিত : ২৭ আগস্ট, ২০১৮, ০৩:১০ রাত
আপডেট : ২৭ আগস্ট, ২০১৮, ০৩:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রথম কার্যদিবসে প্রাণহীন ব্যাংক, এটিএম বুথে ছিল না বাড়তি চাপ

আরিফুর রহমান তুহিন : রাজধানীর আল-আরাফাহ ব্যাংকের ক্যাশ কর্মকর্তা মোশতাক আহমেদকে তার ডেস্কে খুঁজে পাওয়া গেল না। অফিস সহকারি জানালেন, তিনি অন্য সহকর্মীর সাথে আলাপচারিতায় মত্ত। এই প্রতিবেদকের উপস্থিতির সংবাদ জানার কিছুক্ষণ পরে হাসিমুখে হাজির।জানালেন, বিগত তিন ঘণ্টায় হাতেগোনা কয়েকজন গ্রাহক এসেছেন। বেশিরভাগই টাকা তুলতে এসেছেন। জমা দিতে আসার সংখ্যা নগণ্য। তাই সহকর্মীদের সাথে একটু ঈদ আনন্দ নিয়ে আড্ডা দিচ্ছেন।

ঈদ-উল আজহার পাঁচ দিন ছুটি শেষে রোববার ব্যাংক খুললেও এমন চিত্র আজ রাধানীর প্রায় সবগুলো ব্যাংকের শাখায়। প্রতিটিতেই গ্রাহক শূণ্য। আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে জমিয়ে আড্ডা দিচ্ছন কর্মরতরা। রাজধানীর মতিঝিল ব্যাংকপাড়ায়ও বিরাজ করছে ঈদের আমেজ।ব্যাংকগুলোতে চিরচেনা প্রাণচাঞ্চল্য ও ব্যস্ততা এখনো অনুপস্থিত। আবার অনেকেই বাড়তি ছুটি নেওয়ায় কর্মরতদের একটা অংশ অফিসে আসেননি। গ্রাহকদের মধ্যে যারা এসেছেন তাদের বেশিরভাগই নগদ টাকা উত্তোলন ও সঞ্চয়পত্রের মুনাফা তুলেছেন।

মতিঝিল সোনালী ব্যাংকের লোকাল অফিসের জেনারেল ম্যানেজার নিজাম উদ্দীন আহম্মেদ চৌধুরী বলেন, ঈদের পর প্রথম কার্যদিবসে। অন্যান্য দিনের তুলনায় ১০ ভাগের একভাগ লেনদেন হয়েছে। তবে তাদের কর্মরতদের বেশিরভাগই উপস্থিত হয়েছেন। কয়েকজন বাড়তি ছুটিতে গ্রামে রয়েছেন। তিনি আশা করছেন অতিরিক্ত ছুটি শেষ হলে তারাও সময়মত অফিসে যোগ দিবেন। তিনি জানান, ব্যবসা প্রতিষ্ঠানে কার্যক্রম শুরু না হওয়ায় বড় ধরনের কোনো লেনদেন হচ্ছে না। ছোট ছোট লেনদেন হচ্ছে। ক্রমান্বয়ে লেনদেন বাড়বে। তবে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে আরও এক সপ্তাহ লাগবে।

ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের মতিঝিল শাখার দায়িত্বরত কর্মকর্তা জানান, সাধারণত তাদের শাখায় গ্রাহকদের দীর্ঘ লাইন থাকে। কিন্তু প্রথম কার্যদিবসে চিত্র ভিন্ন। অবস্থা এমন দাড়িয়েছে যে, গ্রাহকদের এখন কর্মকর্তাদের সংখ্যা বেশি। প্রতি ঈদের সময়ই প্রথমদিকে এমন অবস্থা হয়। তিনি আশা করছেন, এই সপ্তাহের শেষ নাগাদ প্রাণ ফিরে পাবে ব্যাংকিং খাত।
একই অবস্থা বিরাজ করছে দেশের ব্যাংকিংক খাতের নিয়ন্ত্রক বাংলদেশ ব্যাংকে। সেখানেও ঈদের ছুটির পর প্রথম কার্যদিবসে অলসতা লক্ষ্য করা গেছে। সবাই একে অপরের সাথে কুশল বিনিময়ে সময় পার করেছেন। যাদের একান্ত প্রয়োজনীয় কাজ ছিল তারা ব্যাতীত সবাই গল্পে দিন পার করেছেন। তাদের গল্প থেকে বাদ যায়নি গণমাধ্যম কর্মীরাও। যে কয়জন আজকে সংবাদ সংগ্রহের জন্য বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে গিয়েছিলেন তাদের প্রায় সবাইকেই তাদের আড্ডায় যোগ দিতে হয়েছে। মঙ্গলবার থেকে বাংলাদেশ ব্যাংক সম্পূর্ণরুপে কর্মে ফিরতে পারবে বলে জানান প্রায় সব কর্মকর্তা।

একই অবস্থা এটিএম বুথেও। ঈদের আগে ও ঈদের সময়ে এটিএম বুথে চাপ থাকলেও আজকে অনেকটাই চাপ কম বলে জানান এই বিভাগের কর্মকর্তারা। প্রত্যেকটি এটিএম বুথে পর্যাপ্ত টাকা থাকায় সেখানে কর্মরতরাও একটু জিড়িয়ে নিচ্ছেন। সবথেকে ব্যস্ততম এই শাখার কর্মকর্তারাও তাই প্রথম দিনটি কাটিয়েছেন ঈদ আনন্দ ভাগাভাগিতে। যদিও ঈদে ও পরবর্তি সময়ে এটিএম সেবা নিরবিচ্ছিন্ন রাখতে তাদের একটি অংশ ছুটির বাইরে ছিল। এখন চলছে তাদের ঈদ ছুটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়