শিরোনাম
◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২৭ আগস্ট, ২০১৮, ০২:২৪ রাত
আপডেট : ২৭ আগস্ট, ২০১৮, ০২:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ ব্যাংক ভল্টের স্বর্ণ তদন্তে অগ্রগতি নেই

আদম মালেক : ১ মাসের বেশি সময় অতিক্রান্ত হলেও বাংলাদেশ ব্যাংকের স্বর্ণ নিয়ে সৃষ্ট বিতর্কে গঠিত তদন্ত কমিটির কাজের অগ্রগতি শূন্য। এ নিয়ে জনমনে যেমন অসন্তোষ রয়েছে তেমনি বিব্রত বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা। প্রশ্নবিদ্ধ বাংলাদেশ ব্যাংকের ভাবমূর্তি। তবে সময় লাগলেও সঠিক তদন্তের ব্যাপারে আশাবাদী বাংলাদেশ ব্যাংক।

এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মো. সিরাজুল ইসলাম বলেন, যেহেতু বিষয়টি গুরুত্বপূর্ণ সেহেতু গভীর পর্যবেক্ষণের প্রয়োজনীয়তা আছে। এজন্য তদন্ত কমিটিকে ২ মাস সময় দেয়া হয়েছে। এর মধ্যে ১ মাস অতিক্রান্ত হয়েছে। এই ১ মাসের মধ্যে কাজের অগ্রগতির কোনো খবর নেই। যদি যথাসময়ে তদন্ত সম্পন্ন না হয় তাহলে তদন্ত কমিটিকে আরও সময় দেয়া হতে পারে। আমরা একটি সঠিক তদন্ত প্রতিবেদনের ব্যাপারে আশাবাদী।

বাংলাদেশ ব্যাংক গঠিত তদন্ত কমিটির কার্যক্রম সম্পর্কে জানা যায়, কমিটি এখনও কোনো শর্ট লিস্ট তৈরী করতে পারেনি। কিভাবে কাজ করবে তাও স্থির করা সম্ভব হয়নি। তাছাড়া তদন্ত কমিটি গঠনের পর থেকে নিজেদের মধ্যে সামান্য যোগাযোগ হয়।

চলতি বছরের জুলাই মাসে বাংলাদেশ ব্যাংকের ভল্টে রক্ষিত স্বর্ণ নিয়ে বিতর্কের খবর গণমাধ্যমে প্রকাশ হলে সরকারের টনক নড়ে । এরপর বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির ২৩ জুলাই ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহি পরিচালক এন এম আবুল কাসেমকে তদন্ত কমিটির প্রধান করা হয়। কমিটির বাকী সদস্যরা হলেন চার জন মহাব্যবস্থাপক ও ১ জন উপ-মহাব্যবস্থাপক। কমিটিকে ২ মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে সময় বেঁধে দেখা হয়। কিন্তু ১ মাসের বেশি সময় অতিক্রান্ত হলেও কমিটি কাজই শুর করতে পারেনি।

স্বর্ণ নিয়ে খোদ বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের মধ্যে এক ধরনের অসন্তোষ বিরাজ করছে। স্বর্ণ বিতর্কের কারণে বাংলাদেশ ব্যাংকের সুনাম ক্ষুন্ন হয়। স্বর্ণ নিয়ে বাংলাদেশ ব্যাংকের ধারণা যাই হোক জনমনে বিরুপ প্রতিক্রিয়া রয়েছে। তাদের ধারণা,বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের যোগসাজশে স্বর্ণ চুরি হয়। চুরি ধামাচাপা দিতে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের দিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আবার জনগণের দৃষ্টি ভিন্ন খাতে ফেরাতেই তদন্তে গড়িমসি।

এদিকে তদন্ত কমিটির প্রধান এম এন আবুল কাসেম বিদেশে অবস্থান করায় তার সঙ্গে যোগাযোগ করা যায়নি। একই বিষয়ে ডেপুটি গভর্নর এস এম মনিরুজ্জামানের সঙ্গে যোগাযোগ করা হলে ব্যস্ততার অজুহাতে তিনিও কথা বলেননি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়