শিরোনাম
◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ তীব্র তাপপ্রবাহ, শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধের দাবি ◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক

প্রকাশিত : ২৭ আগস্ট, ২০১৮, ১২:২৬ দুপুর
আপডেট : ২৭ আগস্ট, ২০১৮, ১২:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১৯৬০ এর ক্লাসিক স্পোর্টস কারের বৈদ্যুতিক ভার্সন বানাবে জাগুয়ার

 

আসিফুজ্জামান পৃথিল: গত বসন্তে রাজ-দম্পতি প্রিন্স হ্যারি এবং মেগান মার্কেলের বিয়েতে ব্যবহৃত নিজেদের ভিনটেজ গাড়ির ইলেক্ট্রিক ভার্সন ব্যবহার করে সবাইকে চমকে দিয়েছিলো ব্রিটিশ গাড়ি নির্মাতা কোম্পানি জাগুয়ার। এই জাগুয়ার এই টাইপ গাড়ি এবার বাণিজ্যিকভাবে বাজারে আনতে যাচ্ছে ।

তবে জাগুয়ারের ঘোষণাকৃত এই স্পোর্টসকারের সিরিজটি নতুন কোন নকশা নয়। ১৯৬০ সালের একটি ক্লাসিক স্পোর্টস কারের নকশাতেই তৈরী হবে এই গাড়ি। এই গাড়িতে রয়েছে লম্বা হুড, বাকানো ছাঁদ এবং ক্রোম বাম্পার। সবকিছু ঠিক রেখেই এর ইঞ্জিন এবং ট্রান্সমিশন বদলে ব্যাটারি প্যাক এবং ইলেক্ট্রিক মোটর যুক্ত করা হবে।

যাদের কাছে এই ক্লাসিক ই-টাইপ গাড়ি আগে থেকেই রয়েছে তারা সামান্য কিছু ব্যয় করেই নিজেদের গাড়িকে বৈদ্যুতিক গাড়িতে বদলে নিতে পারবেন। আগের ইঞ্জিন এবং ট্রান্সমিশনকে সংরক্ষণ করে রাখা হবে যাতে চাইলেই গাড়িটিকে আগের অবস্থায় ফিরিয়ে আনা যায়। এছাড়াও বেশী অর্থ দিলে জাগুয়ারই একটি পুরাতন ই টাইপ জোগাড় করে তা বদলে দেবে।

এই গাড়িতে ব্যবহার হতে যাওয়া প্রযুক্তি অনেকটাই জাগুয়ার আই-পেস ইলেক্ট্রিক সাবের মতোই। এর ব্যাটারি প্যাক সুন্দরভাবে ই-ক্লাসের হুডের নিচে বসে যায়। এখানে সাধারণভাবে জাগুয়ারের ৬ সিলিন্ডার ইঞ্জিন থাকতো। সিটের নিচে ট্রান্সমিশন ট্যানেলে প্রতিস্থাপিত হবে বৈদ্যুতিক মোটর। ব্রিটিশ বিলাসবহুল এই গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান আরো জানিয়েছে এই গাড়িটির ব্যাটারি রেঞ্জ হবে ১৭০ মাইল। সিএনএন মানি

  • সর্বশেষ
  • জনপ্রিয়