শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ২৭ আগস্ট, ২০১৮, ১২:২২ দুপুর
আপডেট : ২৭ আগস্ট, ২০১৮, ১২:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিদেশে লোক পাঠানো প্রতারক চক্রের মূল হোতা গ্রেফতার

সুজন কৈরী : পাসপোর্ট জালিয়াতির মাধ্যমে বিদেশে লোক পাঠানো চক্রের মূল হোতাকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অর্গানাইজড ক্রাইম বিভাগ। তার নাম কাদির মিয়া ওরফে আব্দুল কাদির। সম্প্রতি নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে সিআইডি।

সিআইডি জানায়, গ্রেফতার আব্দুল কাদির কেরানীগঞ্জের কুÐার চর এলাকার আব্দুস সামাদের ছেলে। ইতিমধ্যে অপরাধের বিষয়ে আদালতে স্বীকারক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। প্রায় ১৮ বছর কুয়েতে বসবাস করার পর গত ২০০৭ সালে দেশে ফিরে আসেন কাদির মিয়া। এরপর প্রথমে তার পরিচিত বিদেশ ফেরত, যারা আর বিদেশ যাবেন না এমন লোকদের পাসপোর্ট প্রলোভন দেখিয়ে সংগ্রহ করতেন। এরপর ওই বিদেশ ফেরত লোকের চেহারার সঙ্গে মিল আছে, এমন একজনকে খুঁজে বের করতেন। তারপর তাদের ভুল বুঝিয়ে সংগৃহীত পাসপোর্টের নাম ঠিকানা ব্যবহার করে বিদেশে পাঠাতেন। এর বিনিময়ে হাতিয়ে নিতেন লাখ লাখ টাকা।

সিআইডি জানায়, আব্দুল ওহাব নামে এক ব্যক্তি এমন প্রতারণার শিকার হয়ে বিমান বন্দর থানায় ২০১৬ সালে তাদের বিরুদ্ধে একটি মামলা রুজু করেন। মামলাটি সিআইডির অর্গানাইজড ক্রাইম বিভাগ তদন্ত করে কাদিরকে গ্রেফতার করে। চক্রের বাকি সদস্যদের গ্রেফতারের জন্য সিআইডির অভিযান চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়