শিরোনাম
◈ ফরিদপুরে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, নিহত ১২  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা ◈ শ্রম আইন লঙ্ঘনের সাজাপ্রাপ্ত মামলায় স্থায়ী জামিন চাইবেন ড. ইউনূস ◈ ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ ◈ স্বাস্থ্যখাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী  ◈ কৃষি খাতে ১০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যে তিন  বছরে সাড়ে ৩৮ হাজার কোটি টাকা বরাদ্দ ◈ বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬.১ শতাংশ: এডিবি ◈ বাংলাদেশে পালিয়ে এসেছে বিজিপির ১৪ সদস্য ◈ ৬০ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলার তালিকা প্রকাশ করুন: মির্জা ফখরুলকে ওবায়দুল কাদের

প্রকাশিত : ২৬ আগস্ট, ২০১৮, ১১:২২ দুপুর
আপডেট : ২৬ আগস্ট, ২০১৮, ১১:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজনৈতিক দ্বন্দ্বে চেলসি ছাড়ছেন রুশ মালিক

স্পোর্টস ডেস্ক: যুক্তরাজ্যে সাবেক এক রুশ গুপ্তচর ও তার মেয়েকে হত্যাচেষ্টার ঘটনার জের ধরে রাশিয়া-ব্রিটেন সম্পর্কে যে উত্তাপ ছড়িয়েছে তার আচ লেগেছে ফুটবলেও। ক্লাব বা মালিকের পক্ষ থেকে সরাসরি কিছু না বলা হলেও ব্রিটিশ মিডিয়ার দাবি, কূটনীতিক সম্পর্কের জটিল সমীকরণের সঙ্গে তাল মেলাতে না পেরে ইংলিশ ক্লাব চেলসির মাকিলানা ছেড়ে দিচ্ছেন রুশ মালিক রোমান আব্রাহামোভিচ।

২০০৩ সাল থেকে চেলসির মালিক রুশ ধনকুবের। তবে এখন তিনি মালিকানা ছেড়ে দেবেন বলেই জানাচ্ছে ব্রিটিশ দৈনিক দ্য সানডে টাইমস। রুশ তেল ব্যবসায়ী এরই মধ্যে ক্লাব বেচার জন্য ক্রেতাও খুঁজছেন বলে জানাচ্ছে পত্রিকাটি।

সানডে টাইমসের প্রতিবেদন অনুযায়ী, বিনিয়োগ ব্যাংক কোম্পানি রেইনি গ্রুপকে ক্রেতা খুঁজতে ভাড়া করেছেন আব্রাহামোভিচ। ওই কোম্পানি মধ্যপাচ্য, চীন ও মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ক্রেতা খুঁজছে।

সম্প্রতি মার্কিন প্রাইভেট ইকুইটি ফার্ম সিলভার লেকের কাছে ক্লাবের অল্প পরিমাণ শেয়ার বেচার কথা আব্রাহামোভিচ অস্বীকার করার পরই এই খবর এল। চলতি বছরই ব্রিটেনের সবচেয়ে বড় ধনী স্যার জিম র‌্যাটক্লিফের ২০০ বিলিয়ন ইউরোর প্রস্তাবও ফিরিয়ে দেন রুশ তেল ব্যবসায়ী। তবু র‌্যাটক্লিফকেই চেলসির মালিকানা কেনার ক্ষেত্রে সবচেয়ে বড় বিডার ভাবা হচ্ছে। ২০০৩ সালে ১৪০ মিলিয়ন ইউরোতে চেলসির মালিকানা কিনেছিলেন আব্রাহামোভিচ।

গত মে’তে আব্রাহামোভিচকে ওয়ার্কিং ভিসা দিতে অস্বীকার করে ব্রিটেন। তখন থেকেই রুশ মালিকের জন্য অবস্থাটা জটিল হয়ে ওঠে। যুক্তরাজ্যে রাশিয়ার সাবেক গুপ্তচর সের্গেই স্ক্রিপাল ও তার মেয়ে ইউলিয়াকে গত ৪ মার্চ নার্ভ এজেন্ট (বিষাক্ত রাসায়নিক গ্যাস) প্রয়োগ করে হত্যা প্রচেষ্টা চালানোর অভিযোগ রাশিয়ার বিরুদ্ধে ওঠার পর থেকেই নানা ঝামেলায় আছেন চেলসির মালিক। ক্লাবের নিয়মিত কাজকর্মও ঠিকঠাকভাবে করতে পারছেন না।

নতুন স্টেডিয়াম তৈরি থেকে শুরু করে অন্যান্য পরিকল্পনার জন্য এখন ১ বিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন চেলসির। কিন্তু সানডে টাইসম বলছে, যে দেশ তাকে ওয়াকিং ভিসা দিতে অস্বীকার করেছে, সেদেশে এত বড় অঙ্কের বিনিয়োগ করতে ইচ্ছুক নন আব্রাহামোভিচ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়