শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ২৬ আগস্ট, ২০১৮, ০৯:০৫ সকাল
আপডেট : ২৬ আগস্ট, ২০১৮, ০৯:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অবাক করা বিশ্বরেকর্ড মোহাম্মদ ইরফানের

স্পোর্টস ডেস্ক : ক্রিকেটের খোঁজ খবর যারা রাখেন তাদের কাছে অবাক হওয়ার মতোই একটি রেকর্ড গড়েছেন পাকিস্তানি বাঁ হাতি পেসার মোহাম্মদ ইরফান। এবারের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে বার্বাডোস ট্রাইডেন্টসের হয়ে খেলছেন তিনি। শনিবার রাতে তার দল মুখোমুখি হয়েছিল সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের। এই ম্যাচে বল হাতে আতঙ্ক ছড়ান মোহাম্মদ ইরফান।

রেকর্ডটি কি, সেটা বলার আগে এদিন ম্যাচে তার বোলিং বিশ্লেষণ দেখে নেওয়া যাক। প্রথম ওভারেই তিনি মেডেনসহ ক্রিস গেইলের উইকেট নেন। পরের ওভারে ১ রান দিয়ে আউট করেন এভিন লুইসকে। পরের দুই ওভারে কোন উইকেট পাননি এবং কোনো রানও দেননি। ২৪ বলের মধ্যে ২৩টি বলই ছিল ডট!

চার ওভার বোলিং করে রান দেন মাত্র ১টি। উইকেট নেন ২টি। তার বোলিং ফিগার ৪-৩-১-২। ৪ ওভার, ৩ মেডেন, ১ রান, ২ উইকেট। ইকোনোমি ০.২৫। অবিশ্বাস্য স্পেল! টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে ৪ ওভারের স্পেলে এমন কীর্তি তার আগে আর কেউ গড়তে পারেনি। তবে এমন বোলিং করেও দলকে জেতাতে পারেননি তিনি। ইরফানের আগুন ঝরা বোলিংয়ের পরও তার দল হেরে গেছে ৬ উইকেটে।

ক্রিকেটে অতিমানবীয় এই ইনিংস শেষে ইরফান বলেন, ‘আমি সত্যিই খুশি হয়েছি। তবে দল জিতলে আরো বেশি খুশি হতে পারতাম। তবে টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে অন্যতম সেরা একটি স্পেল করতে পেরে আমি খুশি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়