শিরোনাম
◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

প্রকাশিত : ২৬ আগস্ট, ২০১৮, ০৮:২৯ সকাল
আপডেট : ২৬ আগস্ট, ২০১৮, ০৮:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তৃতীয় ম্যাচে আর্সেনালের জয় দেখলেন এমেরি

স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমের তৃতীয় ম্যাচে এসে অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পেরেছেন স্প্যানিশ কোচ উনাই এমেরি। আর্সেন ওয়েঙ্গারের বিদায়ের পর আর্সেনালের কোচ হয়েছিলেন উনাই এমেরি। কিন্তু এসেই পড়েন বিপদে! টানা দুই ম্যাচ হার দেখেন। শনিবার রাতে ওয়েস্টহ্যামের বিপক্ষে ২-১ গোলে জয় পেয়ে স্বস্তি পেযেচেন এমেরি।

শনিবার রাতে আর্সেনালের মাঠ এমিরেটস স্টেডিয়ামে ওয়েস্টহ্যামের শুরুটা অবশ্য হয়েছিল স্বাগতিকদের কাঁপিয়ে দিয়েই। ২৫ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে অতিথিদের এগিয়ে দেন মার্কো আরনাউতোবিচ। পাঁচ মিনিট পরেই আর্সেনালকে সমতায় ফেরান নাচো মনরিয়েল। মাঝমাঠ থেকে অ্যালেক্স আইয়ূবির বাড়িয়ে দেয়া বল অনেকটা ফাঁকা জালে জড়ান স্প্যানিশ ডিফেন্ডার।

ম্যাচের ৭২ মিনিটে গিয়ে প্রতিপক্ষের প্রতিরোধ ভাঙে আর্সেনাল। স্বাগতিকদের আক্রমণ থেকে নিজেদের জাল বাঁচাতে গিয়ে উল্টো নিজেদের জালেই বল জড়িয়ে গানারদের গোল উপহার দেন ওয়েস্টহ্যামের ইসা ডিওপ। ম্যাচের অতিরিক্ত সময়ে এসে নিজেদের তৃতীয় গোল পেয়েছে স্বাগতিকরা। ৯২ মিনিটে অধিনায়ক হেক্টর বেলেরিনের দেয়া ক্রসে শুধু শটের কাজটা সেরেছেন ফরোয়ার্ড ড্যানি ওয়েলবেক।

এই একজয়ে পয়েন্ট টেবিলের তলানি থেকে ১১ নম্বরে উঠে এসেছে আর্সেনাল। খুলেছে নতুন মৌসুমের পয়েন্টের খাতাও। রাতের অন্য ম্যাচে সাউদাম্পটনের মাঠে লেস্টার সিটি ২-১ গোলে জয় পেলেও বোর্নমাউথের মাঠে ২-২ গোলে ড্র করেছে এভারটন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়