শিরোনাম
◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫

প্রকাশিত : ২৬ আগস্ট, ২০১৮, ০৬:৩৬ সকাল
আপডেট : ২৬ আগস্ট, ২০১৮, ০৬:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেখ হাসিনা গদির লোভে প্রতিশ্রুতি ভঙ্গ করেছে: মুজাহিদুল ইসলাম সেলিম

রিয়াজ হোসেন : বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মোজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফুলবাড়িতে মিটিং করে বলেছিলেন, ‘আমি(শেখ হাসিনা) ক্ষমতায় আসলে ফুলবাড়ি চুক্তি বাস্তবায়ন করব। খালেদা জিয়া এটা বাস্তবায়ন করতে পারবে না।’ এই কথা তিনি অন্তর থেকে বলেন নাই, গদির হিসাব রক্ষা করার জন্য বলেছেন। তাই ক্ষমতায় এসে তার প্রতিশ্রুতি রক্ষা করেন নাই।

রোববার সকাল ১১ টায় ফুলবাড়ি দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহিদ মিনারে তিনি এসব কথা বলেন।

মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, যারা গদির লোভে প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি রক্ষা করে না তারা ক্ষমতায় চিরদিন টিকে থাকতে পারে না।

তিনি আরোও বলেন, ১২ বছর হয়ে গেলেও এখন পর্যন্ত চুক্তি বাস্তবায়ন হয়নি। যারা আহত হয়েছে তাদের এখন পর্যন্ত পুনর্বাসন করা হয়নি। এশিয়া এনার্জির কার্যক্রম না থাকলেও তাদের অফিস চালু রাখা হয়েছে। সুযোগ পেলে তারা আবার ছোবল মারবে।

এসময় তিনি বলেন, আবার যদি উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন করা হয়। তাহলে সারাদেশে মহা বিদ্রোহ সূচনা করা হবে।

তেল গ্যাস বিদ্যুত বন্দর রক্ষা জতীয় কমিটির সাবেক সদস্য সচিব অধ্যাপক এম এম আকাশের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারন সম্পাদক সাইফুল হক, বাসদের সদস্য বজলুর রশিদ ফিরোজ, গনসংহতির কেন্দ্রীয় সদস্য ফিরোজ আহমেদ, গনতান্ত্রীক বিপ্লবী পার্টির সাধারন সম্পাদক মোশরেফা মিশু প্রমূখ।

উল্লেখ্য ২০০৬ সালের এই দিনে দিনাজপুরের ফুলবাড়ীতে এশিয়া এনার্জি নামের একটি কোম্পানির কয়লা প্রকল্পের বিরুদ্ধে স্থানীয় মানুষের বিশাল সমাবেশে সেই সময়ের বিডিআর গুলি চালালে তিনজন নিহত হন। আহত হন দুই শতাধিক আন্দোলনকারী।
এরপর ফুলবাড়ীর পার্শ্ববর্তী পার্বতীপুর, বিরামপুরসহ বিভিন্ন জায়গায় আন্দোলন ছড়িয়ে পড়ে। আন্দোলনের তীব্রতার মুখে ৩০ আগস্ট সরকার আন্দোলনকারীদের দাবি মেনে নিয়ে ‘ফুলবাড়ী চুক্তি’ করতে বাধ্য হয়।  সেই আন্দোলনের পর থেকে আজকের দিনটিকে ‘ফুলবাড়ী দিবস’ হিসেবে পালন করে আন্দোলনকারীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়