শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২৬ আগস্ট, ২০১৮, ০৫:৪২ সকাল
আপডেট : ২৬ আগস্ট, ২০১৮, ০৫:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঠাকুরগাঁও রেশম কারখানার কোটি টাকার মেশিন নষ্ট, দেখার কেউ নেই

মো.সাদ্দাম হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি: অপেক্ষার প্রহর শেষ হয়েও হচ্ছেনা শেষ। ঘোষনার পরও চালু হচ্ছে না ঠাকুরগাঁওয়ের রেশম কারখানা।

দীর্ঘদিন কারখানাটি বন্ধ থাকায় সেখানে বাসা বেঁধেছে ইঁদুর-সরীসৃপ। কোটি কোটি টাকার মূল্যবান যন্ত্রপাতি এখন মরিচায় অকেজো হয়ে পড়ছে।

জানা গেছে, ২০০২ সালে লোক সানের অজুহাতে ঠাকুরগাঁওয়ের একমাত্র দ্বিতীয় শিল্প রেশম কারখানা সরকার লে অফ ঘোষণা করে।

বন্ধ কারখানাটি চালুর দাবি উঠলে ১৯৯৪ এ কারখানা চালুর জন্য প্রায় তিন কোটি টাকা খরচ করে আধুনিক যন্ত্র পাতি স্থাপন করা হয়। কিন্তু কারখানাটি চালু করা হয়নি। দফায় দফায় ঘোষনা দিলেও হচ্ছে না চালু এই রেশম কারখানা । মুক্তিযুদ্ধের পর ১৯৭৪ সালে এলাকার দরিদ্র জনগোষ্ঠি, বিরাঙ্গনা, স্বামী পরিত্যক্তা ও বিধবা নারীদের কর্মসংস্থানের জন্য এই রেশম কারখানা স্থাপন করে একটি বে-সরকারি উন্নয়ন সংস্থা। ১৯৮০ সালে এটি জাতীয় করণ হয়। এই কারখানা নির্ভর করে এলাকার সহস্রাধিক পরিবার চলছিলো। কারখানাটি বন্ধ হয়ে যাওয়ায় ঐ সব পরিবার গুলো মানবেতর দিন যাপন করছে।

কারখানার শ্রমিক নুরুল ইসলাম জানান, তাদের অনেক সহকর্মী কাজ হারিয়ে রোগে শোকে কাহিল হয়ে পড়েছেন। ইতিমধ্যে কয়েকজন শ্রমিক কর্মচারী বিনা চিকিৎসায় মারা গেছেন।

স্থানীয় রেশম বোর্ডের সহকারি পরিচালক সুলতান আলী জানান, দীর্ঘদিন কারখানা বন্ধ থাকায় মেশিন গুলো মরিচা পড়ে নষ্ট হচ্ছে।এটি কবে চালু হবে জানাতে পারেননি ঐ কর্মকর্তা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়