শিরোনাম
◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২৬ আগস্ট, ২০১৮, ০৬:৪১ সকাল
আপডেট : ২৬ আগস্ট, ২০১৮, ০৬:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বগুড়ায় আ.লীগ-বিএনপি সংঘর্ষে আহত ১০, গ্রেফতার ১

আবদুল ওহাব, বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শুক্রবার রাতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় উভয়পক্ষে অন্তত ১০ জন আহত ও ১ জনকে গ্রেফতার করা হয়েছে।

নন্দীগ্রাম থানার ইন্সপেক্টর আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় স্থানীয় ছাত্রলীগ নেতা আবু হোরায়রা আকাশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। মামলা দায়ের হওয়ার পর পৌর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।
ছাত্রলীগ নেতার দায়ের করা মামলার এজাহারে উল্লেখ করা হয়, নন্দীগ্রাম বাসস্ট্যান্ডে ছাত্রলীগ নেতা আবু হোরায়ারা আকাশসহ ৭-৮ জন চা পান করছিলেন। এ সময় জেলা বিএনপির সদস্য মোশাররফ হোসেন দলীয় নেতাকর্মী নিয়ে সেখানে এসে তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এরপর তার নির্দেশে যুবদল ও ছাত্রদলের ক্যাডাররা ছাত্রলীগ নেতাকর্মীদের ওপর সশস্ত্র হামলা চালায়। এতে আকাশসহ ৪-৫ জন নেতাকর্মী আহত হন। খবর পেয়ে নন্দীগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

অপরদিকে জিয়া শিশু কিশোর সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি মোশাররফ হোসেন জানান, তিনি রাতে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করছিলেন। তিনি ফেরার জন্য গাড়িতে ওঠার সময় ছাত্রলীগ ও যুবলীগের ক্যাডাররা অতর্কিত হামলা চালায়। এতে তিনিসহ ৪-৫ জন নেতাকর্মী আহত হয়েছেন। এ ঘটনায় ছাত্রলীগ উল্টো তাকেসহ ১৮ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে। তিনি প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্ত চেয়েছেন।

এ হামলার প্রতিবাদে পৌর ছাত্রলীগ শুক্রবার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে। সমাবেশ থেকে জড়িত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অবিলম্বে গ্রেফতার দাবি করেন।

নন্দীগ্রাম থানার ইন্সপেক্টর আনিসুর রহমান জানান, ছাত্রলীগ নেতার মামলা রেকর্ড করা হয়েছে। এছাড়া তাৎক্ষণিকভাবে এজাহারভুক্ত এক বিএনপি নেতাকে গ্রেফতার করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়