শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২৬ আগস্ট, ২০১৮, ০২:৫১ রাত
আপডেট : ২৬ আগস্ট, ২০১৮, ০২:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈদুল আজহার অবকাশ শেষে আবারও জমে উঠছে নাটকপাড়া

রাজু আনোয়ার : আবারও জমজমাট হবার অপেক্ষায় ঢাকার বাংলাদেশ শিল্পকলা একাডেমি। গত ১৯ থেকে ২৫ আগস্ট পযর্ন্ত সপ্তাহব্যাপী ঈদুল আযহার অবকাশ শেষে আজ থেকে আবারও দর্শক আর নাট্যকর্মীদের মিলনমেলায় পরিণত হচ্ছে ।

রোববার সন্ধ্যা সোয়া ৭টায় থিয়েটারওয়ালা রেপার্টরি প্রযোজিত ‘জবর আজব ভালোবাসা’ নাটক মঞ্চায়নের মধ্য দিয়ে বাতি জ্বলবে নাট্যশালার স্টুডিও থিয়েটার মিলনায়তনে। আন্তন চেখভের ‘দ্য বিয়ার’ অবলম্বনে নাটকটির গল্প তৈরি হয়েছে। মোবারক হোসেন খানের অনুবাদে এটি রূপান্তর ও নির্দেশনা দিয়েছেন সাইফ সুমন।তিনটি চরিত্র নিয়ে এগিয়ে গেছে এ নাটকের কাহিনী। তিনটি চরিত্র রূপায়ণ করবেন প্রাঙ্গণেমোর নাট্যদলের রামিজ রাজু, নাট্যকেন্দ্রের সঙ্গীতা চৌধুরী ও থিয়েটার আর্ট ইউনিটের সাইফ সুমন।

এ নাটকের গল্পে দেখা যাবে- প্রয়াত স্বামীর শোকে সারাক্ষণ বিলাপ করতে থাকা গৃহকর্ত্রী প্রভার ওপর ভীষন বিরক্ত বাসার কেয়ারটেকার সবুর। সবুরের কাছে জীবন মানে খাও-দাও ফুর্তি করো। কিন্তু গৃহকর্ত্রী প্রভা মৃত স্বামীর শোকে এতটাই কাতর যে, বাসার বাইরে যাওয়া তো দূরের কথা, কেউ বাসায় এলেও দেখা পযর্ন্ত করে না । একদিন সন্ধ্যায় কাঁটাবনের অ্যানিমেল ফুড ব্যবসায়ী নাভিদ বাসায় আসে প্রভার সঙ্গে দেখা করতে।

নাভিদ জানায়, প্রভার স্বামী তার দোকান থেকে নিয়মিত কুকুরের জন্য খাবার কিনত এবং বকেয়া বিল বাবদ তার কাছে পঞ্চাশ হাজার টাকা পাওনা আছে। প্রভা জানে তার স্বামীরও প্রচন্ড কুকুরপ্রীতি ছিল। সে জানায়, টাকাটা শোধ করে দেবে কিন্তু তাকে দুই দিন সময় দিতে হবে। নাভিদও নাছোড়বান্দা, সে টাকা না নিয়ে যাবেই না। এভাবেই এগিয়ে চলে নাটকটির কাহিনী।

নির্দেশক ও অভিনেতা সাইফ সুমন বলেন, “এটি একটি বিনোদনমূলক নাটক। ঈদ আনন্দকে পরিপূর্ণ করতে মঞ্চে ‘জবর আজব ভালোবাসা’। আশা করছি সবার ঈদের আনন্দের সঙ্গে ভালো একটি সন্ধ্যা কাটবে।”

এছাড়াও আজ সন্ধ্যায় শিল্পকলার জাতীয় নাট্যশালার মূল হলে বাতিঘর থিয়েটারের ‘অলিখিত উপাখ্যান’ এবং আরশিনগর থিয়েটারের রহু চান্ডের হাড় প্রদর্শনী হওয়ার কথা থাকলেও সংগঠন দুটি তাদের বুকিং বাতিল করায় প্রদর্শনীও স্থগিত হয়েছে বলে জানালেন শিল্পকলা একাডেমির জনসংযোগ কর্মকর্তা হাসান মাহমুদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়