শিরোনাম
◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ প্রাথমিক স্কুলে অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক

প্রকাশিত : ২৬ আগস্ট, ২০১৮, ০১:১৫ রাত
আপডেট : ২৬ আগস্ট, ২০১৮, ০১:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাকিব-রিয়াদকে ছাড়াই শুরু হবে এশিয়া কাপের ক্যাম্প

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ঈদুল আযহার ছুটি শেষ হবে আগামীকাল। আগামী সোমবার (২৭ আগস্ট) থেকে শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। এশিয়া কাপের প্রস্তুতি সেদিন থেকেই শুরু হবে । তবে জাতীয় দলের ক্যাম্পে থাকতে পারবেন না সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদ। এদুজনকে ছাড়াই শুরু হবে ক্যাম্প।

ঈদের দ্বিতীয় দিন ঢাকায় ফিরে এসেছেন ওপেনার তামিম ইকবাল। চট্টগ্রামে পরিবারের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে বেশিদিন থাকেননি। গতকাল তামিম ইকবাল নেমে পড়েছেন মাঠে। ব্যাট হাতে মিরপুর একাডেমিতে লম্বা সময় ব্যাটিং করেন দেশসেরা ওপেনার। আবু হায়দার রনির অনুশীলন শুরু হয়েছে গতকাল শুক্রবার থেকেই। আমেরিকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দ্যুতি ছড়ানো এ বাঁহাতি পেসারকে ওয়ানডে দলে সুযোগ করে দিয়েছেন নির্বাচকরা। দেশে ফিরে পরিবারের সঙ্গে ঈদ করতে ছুটে যান নেত্রোকণা। ঈদের দুদিন পর ঢাকায় ফিরে শুক্রবার মিরপুরের জিমনেশিয়ামে ঘাম ঝরিয়েছেন রনি।

সেপ্টেম্বরে ছয় জাতির এশিয়া কাপের জন্য বিসিবি ৩১ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে। শুরুর দিকে ক্যাম্পে থাকতে পারবেন না সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ। হজ পালন শেষে সাকিব দেশে ফিরবেন ২৯ আগস্ট। এরপর ক্যাম্পে যোগ দেবেন। তবে সাকিবের ক্যাম্পে থাকা নিয়ে ধোঁয়াশা রয়েছে। আঙুলের অস্ত্রোপচার করানো জরুরী সাকিবের।

যতদ্রুত সম্ভব অস্ত্রোপচার করাতে চান সাকিব। অন্যদিকে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন চাইছেন এশিয়া কাপের পর অস্ত্রোপচার করাক সাকিব। ঈদের মাঝেই সাকিবের কথা বলার কথা নাজমুল হাসানের। কোনো সিদ্ধান্ত ছুটির এ সময়টায় হয়েছে কিনা তা জানতে আর কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। তবে সাকিবকে পাওয়ার ব্যাপারে আশাবাদী বিসিবির নির্বাচক প্যানেল।

মাহমুদুল্লাহ রিয়াদ ব্যস্ত ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগ নিয়ে। সিপিএলে অংশগ্রহণের কারণে পরিবার ছেড়ে ঈদও কেটেছে ক্যারিবীয়ান দ্বীপপুঞ্জে। আগামী ৭ সেপ্টেম্বর এই ক্রিকেটারের দেশে ফেরার কথা রয়েছে। দুই সিনিয়র ক্রিকেটার বাদে প্রাথমিক দলে ডাক পাওয়া অন্য ক্রিকেটারদের প্রথম দিনই ক্যাম্পে যোগ দেওয়ার কথা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়