শিরোনাম
◈ মুগদায় ডিএসসিসির ময়লার গাড়ির ধাক্কায় কিশোর নিহত ◈ বাংলাদেশ-চীন সামরিক মহড়া মে মাসে, নজর রাখবে ভারত ◈ দুই শিক্ষার্থীর মৃত্যু: চুয়েটে শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত, যান চলাচল শুরু ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক ভারত, চীন বা রাশিয়ার মাধ্যমে পরিচালিত নয়: মার্কিন কর্মকর্তা ◈ সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২ ◈ থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ◈ রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় ◈ শিক্ষক নিয়োগ: ১৪ লাখ টাকায় চুক্তি, ঢাবি শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৫ ◈ বিদ্যুৎ-গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না ◈ নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

প্রকাশিত : ২৬ আগস্ট, ২০১৮, ১২:৪২ দুপুর
আপডেট : ২৬ আগস্ট, ২০১৮, ১২:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অর্থ খরচে সৌদিকে আইএমএফ’র হুঁশিয়ারী

রাশিদ রিয়াজ: সৌদি আরবকে আইএমএফ সাবধান করে বলেছে অনাকাঙ্খিতভাবে তেলের দর পড়ে গেলে দেশটির অর্থনীতি অস্থিতিশীল হয়ে ওঠার আশঙ্কা রয়েছে। এজন্যে সৌদি সরকারকে খরচের ব্যাপারে সতর্ক করে আইএমএফ বলছে, অনুৎপাদনশীল খাতে এমন খরচ করা ঠিক হবে না যাতে সৌদি বাজেট বরাদ্দে তার নেতিবাচক প্রভাব পড়ে। আরব বিজনেস

এবছর তেলের দর কিছুটা বৃদ্ধি পাওয়ার পর দ্বিতীয় প্রান্তিকে সৌদি সরকারের রাজস্ব ৬৭ শতাংশ বৃদ্ধি পায়। একই সঙ্গে সৌদি সরকারের খরচও বৃদ্ধি পেয়েছে ৩৪ শতাংশ। সৌদি সরকারের ব্যয়ের অর্ধেই খরচ হয় বেতন-ভাতা খাতে। আইএমএফ এও পরামর্শ দিয়েছে ক্রমান্বয়ে সরকারি প্রতিষ্ঠানে লোকবল হ্রাসের। এজন্যে বিশ্বব্যাংকের পরামর্শ নিতে বলা হয়েছে।

এদিকে সৌদি আরবে বেকারত্বের হার বৃদ্ধি পেয়েছে ১২.৮ শতাংশ। নারীদের মধ্যে এ হার ৩১ শতাংশ। আগামী ৫ বছরে অন্তত ৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে না পারলে কর্মসংস্থান পরিস্থিতির কোনো হেরফের হবে না। এ চ্যালেঞ্জ মোকাবেলায় আইএমএফ পরামর্শ দিয়েছে সৌদিতে বেসরকারি খাতে কর্মসংস্থান সৃষ্টির। সৌদি শ্রমবাজারে নারীদের ১ শতাংশ কর্মসংস্থানে যোগ করতে ২০২৩ সালের মধ্যে ১৪ লাখ মানুষের কাজ প্রয়োজন।

এক প্রতিবেদনে আইএমএফ ভতুর্কি প্রত্যাহার, কর বৃদ্ধি ও তেলের দাম বাড়ানোর জন্যে সৌদি সরকারের প্রশংসা করেছি। একই সঙ্গে আইএমএফ বলছে, তেলের দর যেন সৌদি সরকারের সংস্কারে কোনো ধীর গতি সৃষ্টি করতে না পারে। কারণ সৌদি সরকারের ব্যয় বৃদ্ধি এমন পর্যায়ে পৌঁছেছে তাতে তেলের দর পড়ে গেলে দেশটির সামগ্রিক অর্থনীতি বিপর্যস্ত হতে পারে। এরই মধ্যে সৌদি সরকারের বাজেট ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ২৬০ বিলিয়ন মার্কিন ডলার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়