শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৬ আগস্ট, ২০১৮, ১২:৪১ দুপুর
আপডেট : ২৬ আগস্ট, ২০১৮, ১২:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

`জিদান থাকলে রিয়ালে আসতেন হ্যাজার্ড’

স্পোর্টস ডেস্ক : রাশিয়া বিশ্বকাপে বেলজিয়ামের জার্সি গায়ে দুরন্ত ফর্মে ছিলেন এইডেন হ্যাজার্ড। গ্রীষ্মকালীন মৌসুমের পরই গুঞ্জন শোনা যাচ্ছিল রিয়াল মাদ্রিদে যোগ দিচ্ছেন চেলসির মিডফিল্ডার। তবে দল-বদলের মৌসুম শেষ হলেও চেলসি ছাড়েননি হ্যাজার্ড। কেন চেলসি ছাড়েননি সেই কারণ জানিয়েছেন তার বাবা। স্প্যানশি সংবাদপত্র মার্কার দেওয়া তথ্য মতে, রিয়াল মাদ্রিদের কোচিংয়ের দায়িত্বে জিনেদিন জিদান থাকলে বার্নাব্যুতে আসতেন হ্যাজার্ড।

মার্কায় প্রকাশিত ঐ প্রতিবেদনে বলা হয়েছে, সদ্য শেষ হওয়া ট্রান্সফার মৌসুমে ক্রিশ্চিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদ ছেড়ে পাড়ি দেন ইতালির জুভেন্টাসে। ফলে শক্তি কমে যায় রিয়ালের আক্রমণ ভাগে। তখনই ধারণা করা হয় নতুন কোন অ্যাটাকার আনতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। তবে সেটা আর হয়নি। ব্রাজিলিয়ান ভিনিয়াসকে দলে নিয়েই খুশি লস ব্লাঙ্কোসরা।

তবে কেন রিয়ালে আসেননি হ্যাজার্ড সেটা প্রকাশ পেয়েছে গতকালই। হ্যাজার্ডের বাবা এক সাক্ষাৎকারে বলেছেন, জিনেদিন জিদান রিয়ালের কোচ থেকে সরে দাঁড়ানোয় আমি আমার ছেলেকে রিয়ালে যেতে নিষেধ করি। সেই সঙ্গে তিনি আরো বলেন, জিদান রিয়ালে থাকলে অবশ্যই আমি ওকে (হ্যাজার্ডকে) রিয়ালেই যেতে বলতাম।

জিনেদিন জিদান রিয়ালের কোচিং ছেড়ে দেওয়ার পর ক্লাবটির ভার রয়েছে জুয়ান লোপেতেগির ওপর। বিশ্বকাপের ঠিক একদিন আগে রিয়ালের সঙ্গে চুক্তি করেছিলেন লোপেতেগি। যার ফলে বিশ্বকাপে মাঠে নামার ঠিক আগ মূহুর্তে স্প্যানিশ কোচিং স্টাফ থেকে বহিষ্কৃত হন লোপেতেগি। মার্কা

  • সর্বশেষ
  • জনপ্রিয়