শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ২৫ আগস্ট, ২০১৮, ০৯:২৯ সকাল
আপডেট : ২৫ আগস্ট, ২০১৮, ০৯:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২০১৯ বিশ্বকাপে আমরাই ফেভারিট: ফখর জামান

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের মাটিতে ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতেছিল পাকিস্তান। আগামী ২০১৯ সালের দ্বাদশ ক্রিকেট বিশ্বকাপের আসরও বসবে এই ইংল্যান্ডে। পাকিস্তানের ক্রিকেটার ফখর জামান বিশ্বাস করেন, ২০১৯ সালের বিশ্বকাপে তার দল পাকিস্তানই ফেভারিট। পাকিস্তানি এ ওপেনারের মতে, ২৭ বছর পর আবারও বিশ্বকাপ জয়ের সুযোগ আছে পাকিস্তানের সামনে।

আইসিসির ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে পাঁচে অবস্থান করছে পাকিস্তান। তাদের আগে রয়েছে ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা। র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকলেও স্কাই স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে ফখর জামান বলেছেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফির মতো ২০১৯ ওয়ানডে বিশ্বকাপেও দ্যুতি ছড়াবে ১৯৯২ সালের চ্যাম্পিয়ন পাকিস্তান।

স্কাই স্পোর্টসের দেওয়া ঐ সাক্ষাৎকারে ফখর জামান আরো বলেছেন, ‘বর্তমানে পাকিস্তান ক্রিকেট দলের কম্বিনেশন দারুণ। সাম্প্রতিক সময়ে আমরা যে ফল পাচ্ছি প্রমাণ করে যে আমরা সঠিক পথে আছি। আমরা ইংল্যান্ডে বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়ে যাবো। অংশগ্রহণের উদ্দেশ্যে নয়। আমার অনুভব হচ্ছে আমরা ২০১৯ বিশ্বকাপের ফেবারিট। আমাদের পারফরম্যান্সই আমাদেরকে সেই জায়গায় নিয়ে যাবে।’

চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জিততে বড় ভূমিকা রেখেছিলেন ফখর জামান। ফাইনালে ভারতের বিপক্ষে ১০৬ বলে ১১৪ রানের নজরকাড়া ইনিংস উপহার দিয়েছিলেন বাঁহাতি ওপেনার। ব্যাট হাতে এখনও দুর্দান্ত ফর্মে ফখর। পাকিস্তানের প্রথম ক্রিকেটার হিসেবে কিছুদিন আগেই ওয়ানডেতে ডাবল সেঞ্চুরির স্বাদ পেয়েছেন। জিম্বাবুয়ের বিপক্ষে করেছিলেন ২১০ রান। ১৮ ওয়ানডেতে তার ব্যাটিং গড় ৭৬.০৬।

ওয়ানডেতে দারুণ ফর্মে থাকলেও তার এখনও টেস্ট অভিষেক হয়নি। অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে পাকিস্তান। টেস্ট নিয়ে নিজের ভাবনার কথা জানিয়েছেন ফখর,‘টেস্ট ক্রিকেটে খেলোয়াড়ের পৃথক স্কিল এবং মনোযোগ থাকে। আমারও ইচ্ছা টেস্ট দলে নিয়মিত হওয়া। এটা আমার স্বপ্ন। যখন সুযোগটি আসবে আমি তখন ওটা নিয়ে ভাববো।’ স্কাই স্পোর্টস

  • সর্বশেষ
  • জনপ্রিয়