শিরোনাম
◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

প্রকাশিত : ২৫ আগস্ট, ২০১৮, ০৮:০১ সকাল
আপডেট : ২৫ আগস্ট, ২০১৮, ০৮:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রথমবারের মতো একসঙ্গে সামরিক মহড়ায় অংশ নেবে ভারত-পাকিস্তান

ওমর শাহ: প্রথমবারের মতো একসঙ্গে কোনো সামরিক মহড়ায় অংশ নিতে যাচ্ছে ভারত-পাকিস্তানের সেনাবাহিনী। বহুজাতিক সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সন্ত্রাস বিরোধী অভিযানের অংশ হিসেবে এ মহড়ায় অংশ নিচ্ছে তারা। এর নাম দেয়া হয়েছে ‘পিস মিশন-২০১৮’। এতে অংশ নেবে চীন, রাশিয়া ও এসসিও দেশভুক্ত দেশের সেনারা। শুক্রবার রাশিয়ার চেলিয়াবিনস্ক এলাকায় চেবারকুলে ‘২৫৫ কম্বাইন্ড আর্মস রেঞ্জ’ এর উদ্বোধন করে।

ভারতের সেনা মুখপাত্র আমান আনন্দ বলেছেন, এসসিও ভুক্ত দেশের সেনাবাহিনীর জন্য এ মহড়া হবে একটি বড় সুযোগ। এতে বহুজাতিক ও যৌথ পরিবেশগত অবস্থানে কিভাবে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করতে হবে সে বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে। এতে থাকবে পারস্পরিক ক্রিয়া, পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে মহড়া ও তার প্রক্রিয়া, স্থাপন করা হবে একটি যৌথ কমান্ড ও কন্ট্রোল কাঠামো, সন্ত্রাস নির্মূলের জন্য কর্মকৌশল। এ মহড়ায় রাশিয়া দিচ্ছে ১৭০০, চীন দিচ্ছে ৭০০, ভারত দিচ্ছে ২০০ সেনা সদস্যকে।

উল্লেখ্য, এসসিও ২০০১ সালে প্রতিষ্ঠা করে চীন, কাজাখস্তান, কিরগিজস্তান, রাশিয়া ও তাজিকিস্তান। বর্তমানে এ গ্রুপে রয়েছে আটটি সদস্য দেশ। এর মধ্যে রয়েছে ভারত, পাকিস্তান ও উজবেকিস্তান। অন্য চারটি দেশ রয়েছে পর্যবেক্ষক মর্যাদায়। তবে ছয়টি দেশ রয়েছে আলোচনার অংশীদার হিসেবে।

ভারতীয় একজন কর্মকর্তা বলেছেন, অতীতে পাকিস্তান অংশ নিয়েছে এমন কোনো বহুজাতিক সামরিক মহড়ায় কখনোই সক্রিয়ভাবে অংশগ্রহণ করেনি ভারতীয় সেনারা। তবে দুই দেশের সেনারা একসঙ্গে জাতিসংঘ মিশনে ও অপাপরেশনে কাজ করেছে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

  • সর্বশেষ
  • জনপ্রিয়