শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ২৫ আগস্ট, ২০১৮, ০৭:৫৮ সকাল
আপডেট : ২৫ আগস্ট, ২০১৮, ০৭:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সেরেনা উইলিয়ামসের ‘ব্ল্যাক প্যান্থার’ পোশাক নিষিদ্ধ

স্পোর্টস ডেস্ক : সন্তান জন্ম দেওয়ায় বেশ কিছুদিন টেনিস কোর্ট থেকে দূরে ছিলেন মার্কিন তারকা সেরেনা উইলিয়ামস। গত মে মাসে ফ্রেঞ্চ ওপেন (রোলাঁ গারো) দিয়েই কোর্টে ফিরেছিলেন তিনি। ফিরেই নজর কেড়েছিলেন সাবেক নাম্বার ওয়ান। তবে পারফরম্যান্স দিয়ে নয়, দৃষ্টি কেড়েছিলেন তার পোশাক দিয়ে। আঁটসাঁট ‘ব্ল্যাক প্যানথার ক্যাটস্যুট’ পরে মাঠে নেমে আলোচনায় এসেছিলেন তিনি।

জানা যায়, ব্ল্যাক প্যানথার সিনেমা দেখে তিনি এমন পোশাক পরতে উৎসাহী হয়েছিলেন। এই পোশাকে সেরেনা নিজেকে যোদ্ধা যোদ্ধা ভেবেছেন। আত্মবিশ্বাস ফিরে পেয়েছিলেন। তাছাড়া আঁটসাঁট ড্রেস তাকে সন্তান নেওয়ার কারণে যে ফিটনেস সমস্যার মধ্য দিয়ে গেছেন সেখান থেকেও উত্তরণ করতে সহায়তা করেছে। সেরেনা এই পোশাক পড়ে বেশ স্বাচ্ছন্দ ও আরাম অনুভব করেছিলেন। কিন্তু রোলাঁ গারোর পরবর্তী আসরে হয়তো তিনি আর এই পোশাক পড়ে খেলতে পারবেন না। তার এই পোশাকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আনতে যাচ্ছে ফ্রেঞ্চ ওপেনের আয়োজক ফ্রান্স টেনিস ফেডারেশন। তাদের মতে চোখ ধাঁধানো কিছু কাউকেই পড়তে দেওয়া হবে না।

এ বিষয়ে ফ্রান্স টেনিস ফেডারেশনের সভাপতি বার্নার্ড জিয়াউডিসেলি বলেন, ‘আমি সত্যি সত্যিই বিশ্বাস করি কখনো কখনো আমাদের অনেক দূরে যেতে হয়। দূরদর্শী চিন্তাভাবনা করতে হয়। এ বছর সেরেনা উইলিয়ামস যে পোশাক পড়ে খেলেছেন সেটা আর কাউকে পড়তে দেওয়া হবে না। তিনি নিজেও এটা পড়ে খেলতে পারবেন না। আপনাকে যেমন খেলার প্রতি সম্মান দেখাতে হবে, তেমনি আপনি যেখানে খেলছেন সেই স্থানের প্রতিও সম্মান দেখাতে হবে। সবাই আসলে খেলাটা উপভোগ করতে চায়।’ তবে তিনি রোঁলা গারোর জন্য কোনো পোশাক নির্দিষ্ট করে দেননি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়