শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ২৫ আগস্ট, ২০১৮, ০৭:২৫ সকাল
আপডেট : ২৫ আগস্ট, ২০১৮, ০৭:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মৌসুমের প্রথম ম্যাচে কষ্টার্জিত জয় বায়ার্নের

স্পোর্টস ডেস্ক : নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে শুক্রবার রাতে বায়ার্ন মিউনিখ মুখোমুখি হয়েছিল টিএসজি হফেনহেইমের। মৌসুমের প্রথম ম্যাচে জয় বেশ কষ্টই করতে হয়েছে গতবারের শিরোপাধারীদের। ৮১ মিনিট পর্যন্ত ১-১ গোলের সমতা নিয়ে চলে ম্যাচ। এরপর রর্বাত লেভানডোভস্কি ও আরিয়েন রোবেনের গোলে জয় দিয়ে লিগ শুরু করলো বায়ার্ন। গত বছর মিউনিখ শিরোপা জয় করে এবং হফেনহেইম পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে থেকে লিগ শেষ করে।

শুক্রবার রাতে ম্যাচের ২৩ মিনিটে কর্নার পায় বায়ার্ন। কর্নার থেকে ক্রসে থমাস মুলারের দিকে বল বাড়িয়ে দেন জশুয়া কিমিচ। বলে হেড দিয়ে জালে জড়ান থমাস মুলার। তার এই গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধের খেলা শেষ করে নিকো কোভাকের শিষ্যরা। বিরতির পর পরই অবশ্য ম্যাচে ফেরে হফেনহেইম। ৫৭ মিনিটে হফেনহেমের অ্যাডাম জালাই ডান পায়ের শটে বল জালে পাঠিয়ে ম্যাচে সমতা ফেরান। তাকে গোলে সহায়তা করেন ইরমিন বিকাকিচ। এই সমতা নিয়ে ম্যাচ চলে ৮১ মিনিট পর্যন্ত।

৮২ মিনিটে পেনাল্টি পায় বায়ার্ন। পেনাল্টি থেকে অবশ্য প্রথম দফায় গোল করতে পারেননি লেভানডোভস্কি। কিন্তু এ সময় ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির সহায়তায় পুনরায় পেনাল্টি পায় বায়ার্ন। প্রথমবার মিস করলেও ভিএআরের সহায়তায় দ্বিতীয়বার পাওয়া সুযোগ আর মিস করেননি লেভানডোভস্কি। ৯০ মিনিটে আরিয়েন রোবেন গোল করে বায়ার্নের ৩-১ ব্যবধানের জয় নিশ্চিত করেন। এই গোল করতে তাকে সহায়তা করেন থমাস মুলার। জয় পাওয়ার পরই বাভারিয়ানদের জন্য খারাপ খবর আসে। দলের ফরাসি উইঙ্গার কিংসলে কোমান ইনজুরি আক্রান্ত হয়ে মাঠ ছেড়েছেন। আগামী কয়েক ম্যাচে তাকে ছাড়াই মাঠে নামতে হতে পারে বায়ার্নের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়