শিরোনাম
◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ প্রাথমিক স্কুলে অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

প্রকাশিত : ২৫ আগস্ট, ২০১৮, ০৭:৩৮ সকাল
আপডেট : ২৫ আগস্ট, ২০১৮, ০৭:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২ বিলিয়ন পাউন্ডে বিক্রির প্রস্তাব ফিরিয়ে দিল লিভারপুল

রাশিদ রিয়াজ : ইংলিশ ফুটবল ক্লাব লিভারপুল কিনতে ২ বিলিয়ন পাউন্ডের প্রস্তাব ফিরিয়ে দিয়ে ক্লাবটির মালিক ফেনওয়ে স্পোর্টস গ্রুপ বলেছে, লিভারপুর বিক্রির জন্যে নয়। আরেক ইংলিশ ফুটবল ক্লাব মানচেষ্টার সিটি’র মালিকের চাচাত ভাই শেখ মানসুর ক্লাবটি কিনে নিতে ২ লাখ পাউন্ড বা ২.৬ বিলিয়ন মার্কিন ডলারের এ প্রস্তাব দেন। গত বছর থেকে দুবাইয়ের শেখ খালেদ বিন জায়েদ আল নাহিয়ান বেশ কয়েক দফা লিভারপুল কেনার প্রস্তাব দিয়েছেন। শনিবার আরব বিজনেস এ খবর দিয়েছে।

ক্রীড়া বিশ্লেষকরা বলছেন, ২ বিলিয়ন পাউন্ডে লিভারপুল বিক্রি হলে খেলাধূলার ইতিহাসে এটিই হত সবচেয়ে বেশি দামে কোনো ক্লাব বিক্রির ঘটনা। লিভারপুল এপর্যন্ত ১৮বার ইংলিশ কাপ ফুটবল লিগে চ্যাম্পিয়ন হয়েছে। ক্রীড়া অনুরাগী ছাড়াও আভিজাত্যের প্রতীক হিসেবে মধ্যপ্রাচ্যের শেখরা এত বেশি দামে এধরনের আন্তর্জাতিক ফুটবল ক্লাব কিনে থাকেন। তবে ব্রিটেনের প্রেস এ্যাসোসিয়েশন বলছে, অত দামে লিভারপুল কেনার আগ্রহ বিশ্বাসযোগ্য মনে না হওয়ায় ফেনওয়ে স্পোর্টস গ্রুপ নিজেদের মালিকানায় লিভারপুলকে রাখা উপযুক্ত বলে মনে করছে। গ্রুপটি এও বলছে, অংশীদার হিসেবে কোনো বিনিয়োগ যদি ক্লাবটির উন্নয়ন ও বাণিজ্যিক স্বার্থ পূরণ করে তাহলে তা বিবেচনা করা যেতে পারে।

এর আগে ২০০৫ সালে ব্রিটেনের প্রিমিয়ার লিগের প্রধান প্রতিদ্বন্দ্বী ম্যানচেষ্টার ইউনাইটেড ক্লাবটি মার্কিন কোটিপতি ব্যবসায়ী ম্যালকম গ্ল্যাজার ৭৯০ মিলিয়ন ব্রিটিশ পাউন্ডে কিনে নেন যা এ যাবতকালের সবচেয়ে বেশি দামে কোনো ফুটবল ক্লাব ক্রয়ের ঘটনা। ২০১০ সালে লিভারপুল ক্লাবটি ৩’শ মিলিয়ন পাউন্ডে বিক্রি হওয়ার পর গত মে মাসে ক্লাবটির বাজার মূল্য ১.৪২ বিলিয়ন পাউন্ড দাঁড়িয়েছে বলে বলছে বিজনেস সার্ভিস গ্রুপ কেপিএমজি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়