শিরোনাম
◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা দ্রুত আরোপ করুন: জাতিসংঘ বিশেষজ্ঞ ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত ◈ বাংলাদেশে পূর্ণাঙ্গ ও মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র: ম্যাথিউ মিলার ◈ ঈদের পর কমপক্ষে ২৩ ডিসি’র রদবদল হতে পারে ◈ ৫ থেকে ১৪ এপ্রিলের মধ্যে কর্মদিবস একদিন ◈ চাঁদপুরে পিকআপ ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

প্রকাশিত : ২৫ আগস্ট, ২০১৮, ০৪:৪৮ সকাল
আপডেট : ২৫ আগস্ট, ২০১৮, ০৪:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সীমান্তে মিয়ানমারের সেনা মোতায়েন

ডেস্ক রিপোর্ট : রোহিঙ্গা সংকট শুরুর বর্ষপূর্তিতে মিয়ানমার সরকার বাংলাদেশ সীমান্তজুড়ে অতিরিক্ত সেনা মোতায়েন করছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি কর্মকর্তারা জানান, গত বছরের ২৫ আগস্ট রাখাইনে পুলিশ চৌকি ও সেনাঘাঁটিতে তথাকথিত আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মির (আরসা) হামলার প্রথম বার্ষিকী উপলক্ষে এ ব্যবস্থা নিয়েছে তারা। এ ছাড়া নিরাপত্তা আশঙ্কায় সীমান্ত বরাবর তারা ১৬০টিরও বেশি পুলিশ আউটপোস্ট বসিয়েছে।

কক্সবাজার ৩৪ বিজিবির উপ-অধিনায়ক ইকবাল আহমদ জানান, রোহিঙ্গা সংকট শুরুর বর্ষপূর্তিতে আরসা আবারও হামলা করতে পারে- এ আশঙ্কায় রাখাইন রাজ্যজুড়ে পুলিশের পাশাপাশি সেনা মোতায়েন করেছে মিয়ানমার। বাংলাদেশেও বিজিবিকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে নিরাপত্তার কড়াকড়ির মধ্যেই এবার কোরবানির ঈদ উদযাপন করেছে সীমান্তে শূন্য রেখায় অবস্থান নেওয়া রোহিঙ্গারা।

তমব্রু কোনারপাড়ার শূন্য রেখায় থাকা রোহিঙ্গা ক্যাম্পের হেডমাঝি দিল মোহাম্মদ জানান, তার ক্যাম্পে আশ্রিত সাড়ে চার হাজার রোহিঙ্গার জন্য ২২টি গরু কোরবানি দেওয়া হয়েছে।

তবে তাজনিমার খোলার হেডমাঝি মোহাম্মদ আলী জানান, তার ক্যাম্পে ১০ হাজার রোহিঙ্গা পরিবার থাকলেও তারা কোনো মাংস পাননি।

এ বিষয়ে উখিয়ার ইউএনও মো. নিকারুজ্জামান চৌধুরী জানান, শনিবার রোহিঙ্গাদের মাঝে ১০ হাজার প্যাকেট মাংস বিতরণ করা হবে।

শূন্য রেখায় অবস্থান নেওয়া ১১ হাজার রোহিঙ্গা কী পরিমাণ কোরবানির পশু পেয়েছে তা জানতে চেয়ে ত্রাণ ও শরণার্থী প্রত্যাবাসন কমিশনার আবুল কালামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে সঠিক তথ্য দিতে পারেননি।-সমকাল

  • সর্বশেষ
  • জনপ্রিয়