শিরোনাম
◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২৫ আগস্ট, ২০১৮, ০১:৪৮ রাত
আপডেট : ২৫ আগস্ট, ২০১৮, ০১:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চামড়া সংগ্রহের পর এখন পুরোদমে চলছে সংরক্ষণ কার্যক্রম

সাজিয়া আক্তার : সাভারে শিল্প নগরিতে সীমিত সংখ্যক চামড়া এসেছে। আর সেই চামড়া গুলোর প্রসেসিংয়ের কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে।

সাভারে শিল্প কারখানায় গতকাল থেকে সকাল পর্যন্ত যে চামড়া এসেছিল তার প্রাথমিক যে কাজ, চামড়ায় লবণ দিয়ে সেগুলো স্তুপ করে রেখে দেওয়া হয়েছে। এখন চামড়ার যে উৎকৃষ্ট অংশ শিং, মাথা সেগুলোতে লবণ দিচ্ছে।

এখনকার শ্রমিকরা বলছে, এই লবণ মাখানো চামড়া গুলো তারা আগামীকাল উঠিয়ে আবার পরবর্তী যে ওয়েটগুলোর কাজ সেটা তারা শুরু করবে। সেজন্য এখানকার যে ওয়েট মেশিন গুলো সেগুলো তারা ধুয়ে মুছে প্রস্তুতি নিচ্ছে। প্রক্রিয়াযাত করার জন্য ড্রাম গুলো ধুয়ে মুছে রাখছে এবং এই ওয়েট মেশিন গুলোতে তারা যাতে পরিপূর্ণভাবে কাজে লাগাতে পারে তার জন্য মেশিনগুলোকে এখনেই চালিয়ে তা কাজের উপযোগি করে তুলছে।

এখানকার শ্রমিকরা বলছেন তারা এই কাজ করতে গিয়ে অনেক সমস্যায় পরেছে। বিশেষ করে চামড়া শিল্প নগরির রাস্তাঘাট সেগুলো প্রায় সব পানিতে ভরে গেছে।

সবগুলো কারখানা যদি কাজ শুরু করে তাহলে চামড়া শিল্প নগরির যে ড্রেন গুলো আছে সেগুলো প্রায় সবগুলো বিকল হয়ে যাবে। তখন পুরো এলাকা দুর্গন্ধময় এবং রাস্তাঘাট পানিতে পুরো তলিয়ে যাবে। এতে এখানে যারা কাজ করছে বা বসবাস করছে তাদের সবাই প্রায় বড় ধরনের সমস্যায় পরবে।

সূত্র : সময় টেলিভিশন

  • সর্বশেষ
  • জনপ্রিয়