শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ২৪ আগস্ট, ২০১৮, ০৯:১৬ সকাল
আপডেট : ২৪ আগস্ট, ২০১৮, ০৯:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বড় স্বপ্ন দেখতে শুরু করেছে বাংলাদেশের ফুটবলাররা

স্পোর্টস ডেস্ক : গ্রুপ থেকেই বিদায়ের প্রস্তুতি নিয়ে ইন্দোনেশিয়ায় এসেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ফুটবল দল। সেই দলই কিনা আগামীকাল খেলেছে দ্বিতীয় রাউন্ড! আরেক ধাপ পার হলেই কোয়ার্টার ফাইনাল! এ যে বিরাট এক স্বপ্নযাত্রা। তবে আগামীকালই তা থামিয়ে দিতে পারে উত্তর কোরিয়া, যারা এই এশিয়ান গেমসে গতবারের রানার্সআপ! কিন্তু বাংলাদেশ সেটি সহজে হতে দেবে না। বরং জাকার্তা শহর থেকে ৪৮ কিলোমিটার দূরে শিকারাংয়ের মুকতি স্টেডিয়ামে উত্তর কোরিয়ার জন্য কাজটা কঠিনই করে তুলতে চান জামাল ভূঁইয়া।

আজ অনুশীলনে বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া বারবার লড়াইয়ে মন্ত্রটাই জপে গেলেন। প্রতিশ্রুতি দিলেন সর্বশক্তি দিয়ে লড়বেন মাঠে, ‘উত্তর কোরিয়া শক্তিশালী হতে পারে। কিন্তু আমরাও পিছিয়ে নেই। সেটা আমরা এরই মধ্যে প্রমাণ করেছি। কাজেই এটা ভাবার কোনো কারণ নেই যে, ওদের ছেড়ে দেব আমরা।’ তাহলে তো জয়ের স্বপ্ন দেখাই যায়। জামাল বলেন, ‘অবশ্যই। জয়ের জন্যই তো খেলব।’

শুনে অবিশ্বাস্য লাগে। কী বলছেন বাংলাদেশ অধিনায়ক! ইন্দোনেশিয়া আসার আগে এমন কিছু কল্পনার রাজ্যেও প্রশ্রয় দেওয়া যায়নি। এখন কিনা এশিয়ান গেমসের রানার্সআপদের হারানোর স্বপ্ন! বাংলাদেশ সেটা পারুক না পারুক, এমন কিছু ভাবার সাহস দেখানোর জন্যই করতালি পেতে পারে।

জয় পেতে গোলের সুযোগ কাজে লাগাতে হবে, কে না জানে। জামালও জানেন। তবে সুযোগ কাজে লাগানো নিয়ে তাঁর কিছু কথা আছে, ‘একটা ম্যাচে আমাদের সামনে ৩-৪টির বেশি সুযোগ না-ও আসতে পারে। তাই সুযোগ কাজে লাগানোই আসল। একটা সুযোগ পাব, একটাতেই গোল। এভাবেই খেলা উচিত।’ আগের ম্যাচগুলোয় সুফিলরা সুযোগ হারানোয় জামাল যেন একটু বিরক্তই।

এটুকু বাদ দিলে বাংলাদেশ দল এখন অনেক উজ্জীবিত। উজবেকদের সঙ্গে লড়াই করে ৩-০ গোলে হারের পর থাইল্যান্ডের সঙ্গে জিততে জিততে ড্র। এখন দ্বিতীয় রাউন্ডে উত্তর কোরিয়া, তাতে কী! ভয় পাওয়ার কারণ নেই, বলছেন খেলোয়াড়েরা। ভয় শব্দটা আসলে তাড়িয়ে দিয়েছে বাংলাদেশ। সেখানে জায়গা নিয়েছে আত্মবিশ্বাস। খেলোয়াড়েরা মনে করছেন, কাতার (৯৮) র‌্যাঙ্কিংয়ে ৯৬ ধাপ এগিয়ে ছিল বাংলাদেশের (১৯৪) চেয়ে। সেই দেশের অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে জামাল ভূঁইয়ার দেওয়া একমাত্র গোলে জয়। তাহলে ১০৮ র‍্যাঙ্কিংয়ের উত্তর কোরিয়াকে কেন হারানো যাবে না?

ঠিক এই প্রশ্নটাই আজ অনুশীলন শেষে জেমি ডে-কে করেন বাংলাদেশের এক সাংবাদিক, ‘আপনি কি মনে করেন বাংলাদেশ হারাতে পারবে উত্তর কোরিয়াকে?’ জেমি ডে পাল্টা প্রশ্ন ছোড়েন, ‘আপনি কী মনে করেন?’ প্রশ্নকর্তার উত্তর, ‘আমি মনে করি হারাতে পারবে।’ এটা শুনে কোচ বলেন, ‘আমারও একই কথা। আমরা ওদের হারাতে পারি।’

এই নিজের ওপর বিশ্বাস, এটাই বাংলাদেশের বড় শক্তি। জেমি ডে খেলোয়াড়দের এমনও বলছেন, ‘তোমরা একটি পদক থেকে আর মাত্র তিন ম্যাচ দূরে। এই সুযোগ কাজে লাগাতে মাঠে নিজেদের সামর্থ্যের চেয়েও বেশি ঢেলে দিতে হবে।’ প্রথমআলো

  • সর্বশেষ
  • জনপ্রিয়