শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ মা হিসেবে পূর্ণ অভিভাবকত্ব পেয়ে দেশের ইতিহাসে নাম লেখালেন অভিনেত্রী বাঁধন ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ২৪ আগস্ট, ২০১৮, ০৮:৪৬ সকাল
আপডেট : ২৪ আগস্ট, ২০১৮, ০৮:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌদিতে বাংলাদেশি আরো দুই হজযাত্রীর মৃত্যু

সাজিয়া আক্তার : এ বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ৭৯৮ জন হজযাত্রী সৌদি আরবে যান। আর পবিত্র হজ পালন করতে গিয়ে চলতি বছর সৌদি আরবে আরো দুই জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে ২৩ আগস্ট পর্যন্ত বাংলাদেশি হাজীদের মৃতের সংখ্যা দাঁড়াল ৭১। এদের মধ্যে ৫৯ জন পুরুষ ও ১২ জন নারী। মৃত ৭১ জনের মধ্যে মক্কায় ৪৮ জন, মদিনায় ছয়জন, জেদ্দায় দুইজন, মিনায় নয়জন ও আরাফাতে ছয়জন মারা যান। ধর্ম মন্ত্রণালয় কর্তৃক মক্কা থেকে প্রকাশিত হজ বুলেটিনে এই তথ্য উল্লেখ করা হয়েছে।

হজ শেষ হলেও, মক্কায় চরম দুর্ভোগে ও ভোগান্তিতে পড়েছেন বাংলাদেশি হাজীরা। হজ এজেন্সির অব্যবস্থাপনায় মক্কার রাস্তায় রাস্তায় খোলা আকাশের নিচে রাত যাপন করছেন অনেক হাজী। এ কারণে ৫০টি বেসরকারি হজ এজেন্সিকে অভিযুক্ত করেছে মক্কায় বাংলাদেশি হজ মিশন ও সৌদি হজ কর্তৃপক্ষ। বাংলাদেশি হাজীদের ফিরতি ফ্লাইট শুরু হচ্ছে ২৭ আগস্ট থেকে। ফিরতি ফ্লাইট শেষ হচ্ছে ২৬ সেপ্টেম্বর।

সর্বশেষ গতকাল বৃহস্পতিবার মক্কায় মো. তছলিম উদ্দিন (৫৩) নামে এক হাজি ইন্তেকাল করেছেন। তার বাড়ি গাজীপুর জেলায়। পাসপোর্ট নম্বর বিবি ০০৮৫০৪০। এ বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ৭৯৮ জন হজযাত্রী সৌদি আরবে যান। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৭ হাজার ১৯৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২০ হাজার জন হজ করতে গেছেন। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হবে ২৭ আগস্ট। শেষ ফিরতি ফ্লাইটটি দেশে পৌঁছাবে আগামী ২৬ সেপ্টেম্বর। সুত্র : কালের কন্ঠ

  • সর্বশেষ
  • জনপ্রিয়