শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ২৪ আগস্ট, ২০১৮, ০৫:০২ সকাল
আপডেট : ২৪ আগস্ট, ২০১৮, ০৫:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈদ মানেই আনন্দ

আমজাদ হোসেন: একটা সময় ছিল, যখন ঈদের আগেই শুরু হতো আনন্দ। সে যে কী আনন্দ! এখনতো বয়স হইছে। ঈদের দিন ছেলে-মেয়ে, নাতি-নাতনিরা মহানন্দে সময় কাটিয়েছে। বিভিন্ন জায়গায় ওরা ঘুরে বেড়িয়েছে। কিন্তু আমি কোথাও যাইনি, ঘরে বসে শুধু বই পড়েছি। কোথাও যাইনি।

এখন আর হৈচৈ করার বয়স নাইতো! তবু আনন্দের কোন কমতি রাখি না। যতটুকু সম্ভব, করি- তবে সবাই মিলে। জীবনেতো কম আনন্দ করি নাই। এখন আমার আনন্দ করার সময় না। নতুনদের জন্যতো জায়গা দিতে হবে। ওদের আনন্দই আমার আনন্দ। তবে মনে রাখতে হবে, এই আনন্দ কিন্তু সবার জন্য। মনে রাখতে হবে, আনন্দ একা উপভোগ করা যায় না।

সবাইকে নিয়ে, সবার মুখ যখন দেখি, আনন্দে উদ্ভাসিত হয়ে উঠেছে, তখন ভাবি, আনন্দটা সবার জন্য। সে ঈদ হোক, পূজা হোক, বড়দিন হোক- আনন্দ আনন্দই। তবে এর কোন চরিত্র থাকতে নেই, পরিচয় থাকতে নেই, নাম থাকতে নেই।

যে বিষয় সব মানুষকে একত্রিত করে, তাই-ইতো আনন্দ। এইভাবে চিন্তা করলেই কিন্তু আমরা আমাদের হয়ে যাই। বিষয়টা একেবারেই মানসিকতার বিষয়। এটা গড়ে ওঠে, শিক্ষা-সংস্কৃতি-পারিপার্শ্বিকতা এবং বোধের ওপর। ঈদ পার হয়ে গেছে, তবু সবাইকে আনন্দ শুভেচ্ছা।

পরিচিতি: চলচ্চিত্র পরিচালক
শ্রুতিলিখন: অদিত রায়হান

  • সর্বশেষ
  • জনপ্রিয়