শিরোনাম
◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু

প্রকাশিত : ২৪ আগস্ট, ২০১৮, ০৮:২৯ সকাল
আপডেট : ২৪ আগস্ট, ২০১৮, ০৮:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবার জয় বাংলা বলে আগে বাড়ো

ডেস্ক রিপোর্ট : এবারের সংগ্রাম, আমাদের মুক্তির সংগ্রাম… এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম… জয় বাংলা… এই শব্দগুলোর সঙ্গে বঙ্গবন্ধুর তর্জনী তোলা হাত— এই চারের ওপরই তো দাঁড়িয়ে আছে বাংলাদেশের অস্তিত্ব। ৭ মার্চের বঙ্গবন্ধুর সেই ভাষণের নির্দেশ শুনেই হাজারও তরুণ ঝাঁপিয়ে পড়েছিল মুক্তিযুদ্ধে। তাদের কাছে কিছুই ছিল না; না অস্ত্র, না গোলা-বারুদ, না প্রশিক্ষণ। তাও দেশকে রক্ষা করতে তারা নেমে গিয়েছিল যুদ্ধের মাঠে।

১৯৭১ থেকে ২০১৮— দেশে কোনো যুদ্ধ নেই, নেই বড় কোনো সংকটও। এগিয়ে যাওয়ার ধারায় দেশ স্থান পেয়েছে মধ্যম আয়ের দেশের কাতারেও। দেশের এই উন্নয়নের অগ্রযাত্রায় সামিল তরুণদের কাজের স্বীকৃতি আর সম্মাননা দিতেই আবার দেশজুড়ে শুরু হচ্ছে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড।

বাংলাদেশের তরুণদের দেশ গঠনের প্রচেষ্টাকে সবার সামনে তুলে আনতে ও এসব কর্মকাণ্ডের স্বীকৃতি দিতে ২০১৫ সালে যাত্রা শুরু করে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড। তরুণদের অংশগ্রহণে সমৃদ্ধ দেশ গড়তে ২০১৪ সালে বাংলাদেশি তরুণদের নিয়ে ‘ইয়াং বাংলা’ প্ল্যাটফর্ম গড়ে তোলে অলাভজনক সংস্থা সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)। সেই প্ল্যাটফর্ম থেকেই দেওয়া হচ্ছে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড। এ বছর জয় বাংলা অ্যাওয়ার্ডের তৃতীয় আসর। এরই মধ্যে এই অ্যাওয়ার্ডে অংশ নেওয়ার জন্য আবেদন করার সুযোগ উন্মুক্ত হয়েছে। খবর সারাবাংলা’র।

সিআরআইয়ের নির্বাহী পরিচালক সাব্বির বিন শামস জানান, অ্যাওয়ার্ডের ওয়েবসাইটে রেজিস্ট্রেশনের মাধ্যমে ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক পর্যায়ে যেকোনো বাংলাদেশি তরুণ এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। এরই মধ্যে ৩০টি জেলা নির্বাচন করে সেখানে সংবাদ সম্মেলনের পরিকল্পনা করা হয়েছে। এছাড়াও ৩০টি শিক্ষা প্রতিষ্ঠান, চারটি জেলা ও চারটি উপজেলায় অ্যাকটিভেশান প্রোগ্রাম ও টাউন হলে অ্যাকটিভেশন কার্যক্রমের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।

সাব্বির বিন শামস আরও জানান, অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এ বছরের অংশগ্রহণকারীদের বিভিন্ন অর্জন প্রদর্শন করা হবে। পাশাপাশি এর আগের দুই আসরের পুরষ্কারজয়ীদের বিভিন্ন অর্জন প্রদর্শনী ছাড়াও ইয়াং বাংলার বিভিন্ন কার্যক্রমের প্রদর্শনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

তিনি জানান, জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের তৃতীয় বছরে এসে তারা এ বছর সর্বোচ্চ প্রতিযোগীর অংশগ্রহণ আশা করছেন।

তাহলে আর কী, যদি মনে হয় বাংলাদেশের অগ্রযাত্রায় আপনার কোনো অবদান রয়েছে, তবে আপনিও এগিয়ে আসতে পারেন। নিজের অবদানের কথা তুলে ধরে অংশ নিতে পারেন জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডে প্রতিযোগিতায়। ইয়াং বাংলার ওয়েবসাইটে (www.youngbangla.org) পাওয়া যাবে এই প্রতিযোগিতার বিস্তারি তথ্য। আর প্রতিযোগিতায় অংশ নিতে নিবন্ধন করতে হবে http://youngbangla.org/member/joy-bangla-youth-award-2018.php ওয়েব ঠিকানা থেকে।

এখন জয় বাংলা বলে আগে বাড়ো…

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়